Kalbaishakhi Alert: দুপুর গড়ালেই আচমকা তুমুল কালবৈশাখী...! জ্বালাপোড়া গরমে স্বস্তির বৃষ্টি কোন কোন জেলায়? কলকাতায় বইবে ঝড়? আবহাওয়ার বড় খবর
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Kalbaishakhi Alert: এই গনগনে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্তত বৃহস্পতিবার পর্যন্ত এই প্রখর দাবদাহের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। ফলে অস্বস্তি আরও বাড়বে।
*হাতে সময় নেই। আজ শুক্রবার বিকেলে ধেয়ে আসতে পারে তুমুল কালবৈশাখী। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে বিকেল গড়ালে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। তবে তার আগে পর্যন্ত তীব্র দাবদাহে পুড়বে বাংলা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*আজ ১৬ মে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হবে। ১৭ মে শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বেশিরভাগ জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ১৭ তারিখ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দুই বর্ধমানে হালকা-মাঝারি বৃষ্টি হবে, বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*১৭ মে শনিবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি শুধু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ ঝড়বৃষ্টি পশ্চিমের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে। সংগৃহীত ছবি।
advertisement
*১৮ মে রবিবার উত্তরবঙ্গে কোনও ঝড়-বৃষ্টি নেই। তবে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। এই ঝড়বৃষ্টি মূল কারণ বঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এর ফলে তাপমাত্রা খুব একটা বাড়বে না, বৃষ্টি হলে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। মৌসুমী বায়ু আন্দামানে প্রবেশ করেছে দক্ষিণ বঙ্গোপসাগরে। সংগৃহীত ছবি।