স্থানীয় বাসিন্দা কাঞ্চন পাল জানান, প্রতিদিনের মত এদিন ভোরবেলা জল তুলতে গিয়ে অপারেটররা দেখতে পান ট্যাঙ্কের জন্য ব্যবহৃত ইলেকট্রিক ট্রান্সফরমারটি উধাও। শুধু তাই নয়, ট্রান্সফরমারের ভিতরের মূল্যবান অংশগুলো খুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। তাঁর কথায়, “এটা আমরা প্রথম দেখলাম। একটা ট্রান্সফরমার এভাবে চুরি হয়! আজ আমাদের এখানে হল, কাল হয়তো আরও কোথাও হবে এই ভয়টা এখন থেকেই মনে ঢুকে গেল।”
advertisement
আরও পড়ুন : লাঠি উঁচিয়ে দেখাতেই তেড়ে এল গণ্ডার, কামড়ে নিয়ে চলে গেল দুটো আঙুল! ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে বৃদ্ধার
ঘটনার ফলে কেন্দুলা, হেতমপুর, গরগড়া গ্রামে জল সরবরাহ পুরোপুরি বন্ধ। যে গ্রামগুলিতে প্রতিদিন এই পাম্পঘর থেকে জল যেত, তারা এখন পানীয় জলের চরম সংকটে। স্থানীয়রা জানান, এই ট্রান্সফরমার পরিবর্তন না হওয়া পর্যন্ত জল সরবরাহ চালু করা যাবে না। ফলে কয়েক ঘণ্টা তো দূরের কথা, অনেক গ্রামবাসী আশঙ্কা করছেন দিনভর এমনকি একাধিক দিনও হয়তো জল আসবে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই ব্যপক চাঞ্চল্য ছড়ানো এই ঘটনার তদন্তে নেমেছে দুবরাজপুর থানার পুলিশ। পাম্পঘর এলাকায় চুরি কীভাবে ঘটল, কারা যুক্ত, এবং নিরাপত্তায় কোনও ত্রুটি ছিল কি না তার খোঁজ শুরু হয়েছে।






