সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুবরাজপুর পৌুসভার উদ্যোগে আয়োজন করা হয়েছে এক সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের। পুরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জানিয়েছেন, আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে এই উৎসব। সাত দিন ধরে শহর জুড়ে চলবে নানা সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান। প্রতিদিনই থাকবে নতুন আয়োজন, নতুন চমক। প্রথম দিন বয়স্ক নাগরিকদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে পদ্মপলাশে গান। দ্বিতীয় দিন অর্থাৎ ১১ নভেম্বর মঞ্চে আসবেন বাংলার জনপ্রিয় শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। ১২ নভেম্বর পরিবেশন করবে কলকাতার জনপ্রিয় ব্যান্ড রক্তিম। ১৩ই নভেম্বর গান শোনাবেন ইন্ডিয়ান আইডলখ্যাত বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এরপর ধারাবাহিকভাবে মঞ্চে উঠবে ছৌনাচ, অনল-কাকুলীর যাত্রা দল এবং দ্বীপ চক্রবর্তীর যাত্রা। পাশাপাশি লাভপুরের নাট্যশিল্পী উজ্জ্বল মঞ্চস্থ করবেন নাটক।
advertisement
বহিরাগত শিল্পীদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন স্থানীয় প্রতিভারাও। শহরের সুরেশ নৃত্য আকাদেমির খুদে শিল্পীরা পরিবেশন করবেন গান, নাচ ও আবৃত্তি। এছাড়াও থাকছে কুইজ প্রতিযোগিতা, নাচ-গান-আবৃত্তি প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ পুরস্কার। শুধু বিনোদন নয়, পৌরসভার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া ক্ষেত্রে যাঁরা এলাকার নাম উজ্জ্বল করেছেন, তাঁদেরও দেওয়া হবে বিশেষ সম্মাননা।
চেয়ারম্যান পীযূষ পান্ডের কথায়, “দুবরাজপুর পৌরসভার সুবর্ণ জয়ন্তী শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ইতিহাসের অমলিন অধ্যায়। এই শহরের মানুষ, সংস্কৃতি আর ঐতিহ্য।”