আরও পড়ুনঃ ৭দিনে মারকাটারি ফিগার! জলে মেশান এক চিমটে ‘এই’ মশলা! আর টাটা বলুন থলথলে মেদকে
দুয়ারে সরকারের শিবিরে সাধারণ মানুষকে পরিষেবা দিতে দেখা যায় বিডিও থেকে শুরু করে মহাকুমা শাসক, অতিরিক্ত জেলাশাসক ও জেলাশাসককে। ঝাড়গ্রাম পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম পৌরসভার অন্তর্গত ১৮টি ওয়ার্ডের জন্য ৮ দফায় ২৪জানুয়ারি থেকে শুরু করে ১ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার কর্মসূচি। ২৪জানুয়ারি এক নম্বর ওয়ার্ডের শিরিশচক প্রাথমিক বিদ্যালয়ে এবং দু নম্বর ওয়ার্ডের বাছুরডোবা টাউন হলে অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার। ২৫জানুয়ারি তিন নম্বর ওয়ার্ডের ননীবালা প্রাথমিক বিদ্যালয়ে এবং চার নাম্বার ওয়ার্ডের জন্য জামদা প্রাইমারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দুয়ারে সরকারে ।
advertisement
২৭জানুয়ারি ৭ নম্বর ওয়ার্ডের ননীবালা বয়েজ স্কুলে ও ৮ নম্বর ওয়ার্ডের বেনাগেড়িয়া প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার। ২৮ জানুয়ারি ৫ নম্বর ওয়ার্ডের ভাল্লুকখুলিয়া কমিউনিটি হলে ও ৬ নম্বর ওয়ার্ডের অশোক বিদ্যাপীঠ প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার। ২৯ জানুয়ারি ৯ ও ১৩ নম্বর ওয়ার্ডের জন্য চন্ডিপুর কমিউনিটি হলে এবং ১০ নম্বর ওয়ার্ডের নেতাজি আদর্শ হিন্দি স্কুলে অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার।
আরও পড়ুনঃ সব মাথাব্যাথা নয়, ‘এরকম’ ব্যাথা হলেই ছুটে যান ডাক্তারের কাছে! বড় কিছুর ইঙ্গিত হতে পারে কিন্তু
৩০জানুয়ারি ১১ নাম্বার ওয়ার্ডের জন্য বাণী ভবন প্রাইমারি স্কুলে এবং ১২ নাম্বার ওয়ার্ডের জন্য জঙ্গলখাস প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার। ৩১জানুয়ারি ১৩ ও ১৮ নম্বর ওয়ার্ডের জন্য ঝাড়গ্রাম রাজ কলেজে এবং ১৪ নম্বর ওয়ার্ডের জন্য নতুন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার। ১ ফেব্রুয়ারি ১৬ নম্বর ওয়ার্ডের জন্য বেনাগেড়িয়া কালী মন্দিরে ও ১৭ নম্বর ওয়ার্ডের জন্য মডেল স্কুলে অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার। ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন,\”দুয়ারে সরকারের শিবিরের মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প গুলির পরিষেবা পাবে পৌর নাগরিকরা \”।
বুদ্ধদেব বেরা