বুধবার মদ্যপ অবস্থায় দেখতে পাওয়া যায় সরকারি হাসপাতালের এক ডাক্তারকে। ডাক্তারের মাতলামি দেখতে রীতিমতো ভিড় জমে যায় গ্রামবাসীদের। ঘটনাটি ঘটে বুধবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম সংলগ্ন এলাকাতে। জানা যায়, এই ডাক্তার কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। ডাক্তারের নাম সৌরভ দাস। মদ্যপ অবস্থায় ডাক্তার সৌরভ দাসকে পড়ে থাকতেও দেখা যায়। তিনি এতটাই নেশাগ্রস্ত হয়েছিলেন যে, ক্যামেরার সামনেও তিনি কুরুচিকর মন্তব্য করেন।
advertisement
আরও পড়ুন: ‘দাদা, ওইটা দেখান তো…’ মুহূর্তে দোকানে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! ক্যামেরা দেখে মাথায় হাত মালিকের
পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকার বহু মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রে আসেন চিকিৎসা করাতে। এই স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ভর্তিও করা হয়। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার সৌরভ দাস রোগীদের চিকিৎসা করে থাকেন। আর এই স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারকে এরকম অবস্থায় দেখা গেল। বুধবার ডাক্তার সৌরভ দাসকে কখনও ভ্যানের উপর শুয়ে থাকতে আবার কখনও অকথ্য ভাষায় গালিগালাজ করতেও দেখা যায়।
ডাক্তারের এই ঘটনা দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়। ইতিমধ্যেই অনেকে ডাক্তারের এই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে দিয়েছেন। এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, হোটেলে খাবার খাচ্ছিলাম। হাত ধুতে পিছনে গিয়ে দেখলাম একজন পড়ে রয়েছেন মাটিতে। একজন ডাক্তার যদি এরকম কাজ করেন তাহলে সেটা ভীষণ দৃষ্টিকটূ। সাধারণ মানুষ তাহলে কী শিখবে, এমন প্রশ্ন তোলেন তিনি।
এই বিষয়ে ফোনে বি এম ও এইচ ড: আশিস কুমার সিংহ-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘উনি যেটা করেছেন সেটা অফ ডিউটি করেছেন। এবং যা করেছেন সেটা আমাদের না জানিয়েই করেছেন। তবে ওঁর কাছ থেকে এরকম আচরণ আমাদের কাছেও এক্সপেকটেড নয়। উপর মহলে জানানো হয়েছে। আমাদের স্যাররা জানেন ব্যাপারটা। ওঁকে শোকজও করা হয়েছে। ওঁর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটা সিএমওএইচ স্যার নেবেন এবং আমাদের সেটা মেনে নিতে হবে।’ তবে যে ডাক্তারের কাছে মানুষ আসেন চিকিৎসা করাতে সেই ডাক্তার যদি নেশাগ্রস্ত হয় তাহলে রোগীদের চিকিৎসা সে করবে কী করে? এই প্রশ্নই এখন কেতুগ্রাম এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে।
বনোয়ারীলাল চৌধুরী