Karimul Haque: পদ্মশ্রী 'অ্যাম্বুল্যান্স দাদা'র সঙ্গে জড়াল ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের নাম! CBI দাবি করিমুল হকের

Last Updated:

Karimul Haque: বেআইনি ভাবে নার্সিং সেন্টার চালানোর অভিযোগে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার দিশারী নার্সিং সেন্টারে তালা ঝুলিয়ে দেয় স্বাস্থ্য দফতর।

করিমুল হক (ফাইল ছবি)
করিমুল হক (ফাইল ছবি)
জলপাইগুড়ি : ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের সঙ্গে এবার নাম জড়াল পদ্মশ্রী করিমুল হকের। তাঁর নাম জড়িয়ে প্রতারণার ব্যবসা, সম্মানহানির অভিযোগ। পুলিশ এবং স্বাস্থ্য দফতরের দারস্থ পদ্মশ্রী প্রাপ্ত সমাজকর্মী। তদন্তের আশ্বাস পুলিশের।
গতকাল বেআইনি ভাবে নার্সিং সেন্টার চালানোর অভিযোগে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার দিশারী নার্সিং সেন্টারে তালা ঝুলিয়ে দেয় স্বাস্থ্য দফতর। তদন্তে উঠে আসে পদ্মশ্রী করিমুল হকের নাম।
আরও পড়ুন: ‘দাদা, ওইটা দেখান তো…’ মুহূর্তে দোকানে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! ক্যামেরা দেখে মাথায় হাত মালিকের
অভিযোগ, ক্রান্তির ধওলাগুড়ির বাড়িতে মাস ছয়েক আগে নার্সিং ট্রেনিং সেন্টার চালু করেছিল এই প্রতিষ্ঠান। সত্তর জনকে টাকার বিনিময়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তাতেই নাম জড়ায় ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুলের।
advertisement
advertisement
বৃহস্পতিবার জলপাইগুড়িতে এসে কোতোয়ালি থানা এবং স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানান করিমুল হক। তাঁর দাবি, এই ভুয়ো কর্মকাণ্ডের জন্য তাঁর সম্মানহানি হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানান তিনি।
শান্তনু কর
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Karimul Haque: পদ্মশ্রী 'অ্যাম্বুল্যান্স দাদা'র সঙ্গে জড়াল ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের নাম! CBI দাবি করিমুল হকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement