এছাড়াও চারা রোপণের জন্য ঠিকে শ্রমিক বা ক্ষেতমজুরদের বেতন দিতে গেলেও ভাল অঙ্কের টাকা খরচ হয়ে যায়। আজকাল আবার নানান কারণে প্রয়োজনের সময় ক্ষেতমজুর পাওয়া যায় না। ফলে ফসল তুলতে ব্যাপক সমস্যায় পড়তে হয় চাষীদের। তবে এবার আর চিন্তার কোনও প্রয়োজন নেই। এসে গিয়েছে সহজ সমাধান।
advertisement
ড্রাম সিডার পদ্ধতিতে সহজেই করতে পারবেন ধান চাষ। এতে ফলন হবে যেমন বেশি তেমনই ধান চাষের খরচও কমবে। কিন্তু কী এই ড্রাম সিডার পদ্ধতি? কীভাবে এই পদ্ধতির মাধ্যমে ধান চাষ করা হয়? চলুন জেনে নেওয়া যাক।
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-১ ব্লক বীজ খামারের কর্মচারী হেমন্ত দাস জানান, বীজ প্রথমে জলে ভিজিয়ে নিতে হয়, তারপর সেখান থেকে অল্প অঙ্কুর বের হলে সেটাকে শোধন করে নিতে হয়। সেই বীজ ড্রাম সিডারের ড্রামের মধ্যে রাখতে হয়। তারপর চাকাযুক্ত ড্রাম সিডার মেশিন জমির মধ্যে দিয়ে লাইন বরাবর টানলে, সেখান থেকে সমানভাবে বীজ পড়তে থাকে। পরবর্তীতে সেখান থেকে গাছ তৈরি হয়। সাধারণ পদ্ধতির থেকে এই পদ্ধতিতে ধান চাষ অনেক সুবিধাজনক। এতে সময় অনেকটা কম লাগে।
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন আউশগ্রাম-১ ব্লকের বীজ খামারে এই ড্রাম সিডার পদ্ধতির মাধ্যমে চাষ করা হচ্ছে। জানা গিয়েছে, এই পদ্ধতিতে চাষ করার ফলে লেবার খরচ অনেকটা কমে যায়। এছাড়াও অনেকে তাড়াতাড়ি বীজ রোপণ করা সম্ভব হচ্ছে। রোগ-পোকার আক্রমণ কম থাকার পাশাপাশি এই পদ্ধতিতে চাষ করলে জল কম লাগে। স্বভাবতই জলের খরচ বাবদ অনেকটা টাকাই বেঁচে যাবে চাষিদের।