পশ্চিম মেদিনীপুরের ওড়িশা লাগোয়া দাঁতন ব্লকের ৬ নং ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতষণ্ডা গ্রামে মামা বাড়িতে থাকা এক নাবালক পড়ুয়া স্কুলে যায় না। গ্রামবাসীদের তরফে সেই খবর পৌঁছায় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির অধীনে অধিকার মিত্র প্রণব আইচের কাছে। এরপর তিনি খোঁজ খবর নেন। বাড়িতেও গেছেন কয়েকবার। এরপর গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে ওই ছোট্ট পড়ুয়াকে ভর্তি করান বিদ্যালয়ে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে এই পড়ুয়াকে তিনি ভর্তি করান।
advertisement
আরও পড়ুন: শালবনি হাসপাতালে ফের মিলবে বিনামূল্যে USG পরিষেবা! দেখে নিন কোন কোন দিন মিলবে পরিষেবা
শুধু তাই নয়, রাজ্য সরকারের একাধিক সরকারি প্রকল্প বাড়ির লোকেদের সামনে তিনি তুলে ধরেন। অধিকার মিত্র প্রণব আইচ বলেন, “বাড়িতে অভাব ছিল এবং নানা কারণে বাড়ির লোক স্কুলে পাঠায়নি। সেই খবর আমার কাছে আসতেই বিদ্যালয়ের সঙ্গে কথা বলে তাকে ভর্তি করানোর ব্যবস্থা করেছি। এছাড়াও এলাকার বেশ কিছু এমন পড়ুয়াদের খবর পেয়েছি যাদের পরবর্তীতে বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, ওই নাবালকের বাড়ি ওড়িশাতে। বেশ কয়েক বছর ধরে মামার বাড়িতেই থাকত। শুধু তাই নয় ওড়িশায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ার পর প্রায় দু’বছর পড়াশোনা বন্ধ ছিল তার। তবে সোমবার, ওই নাবালককে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করা হয়েছে। সাতষণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিহার বেরা বলেন, “ওড়িশাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ার পর প্রায় দু’বছর কোন পড়াশোনা করেনি। তবে সরকারি নির্দেশ মত তার বয়স প্রায় সাড়ে সাত বছর হওয়াতে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করা হয়েছে। পড়াশুনার যাবতীয় সাহায্য বিদ্যালয় তরফে থাকে করা হবে।”
রঞ্জন চন্দ