Salbani Hospital USG Service: শালবনি হাসপাতালে ফের মিলবে বিনামূল্যে USG পরিষেবা! দেখে নিন কোন কোন দিন মিলবে পরিষেবা

Last Updated:

Salbani Hospital USG Service: তিন বছর পর ফের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হচ্ছে ইউএসজি পরিষেবা। বিনামূল্যে পরিষেবা মিলবে সপ্তাহে দুদিন।

শালবনি হাসপাতালে ইউএসজি পরিষেবা চালু
শালবনি হাসপাতালে ইউএসজি পরিষেবা চালু
পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর প্রিয় জঙ্গলমহল। এই জঙ্গলমহলের মানুষদের জন্য গড়ে তুলেছিলেন শালবনী হাসপাতাল। তবে বেশ কয়েক বছর বন্ধ ছিল গুরুত্বপুর্ণ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা। তবে সাধারণ মানুষের কথা ভেবে ফের চালু হল USG পরিষেবা। খুশির হাওয়া জঙ্গলমহলে। সপ্তাহে দুদিন বিনামূল্যে আপাতত এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ। প্রায় তিন বছর পর পশ্চিম মেদিনীপুরের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল USG পরিষেবা। বুধবার থেকে চালু হল এই ইউএসজি পরিষেবা। ২০২২ সালের পর কেটেছে প্রায় তিন বছর, এরপর চালু হল পরিষেবা। যেক্ষেত্রে প্রসূতি মায়েদের বেশ উপকারে লাগবে।
জানা গিয়েছে, ২০২২ সালের পর থেকেই বন্ধ ছিল এই পরিষেবা। দু’দুটি মেশিন পড়ে পড়ে কার্যত নষ্ট হচ্ছিল। গত ৩০ মে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে USG পরিষেবা না থাকায়, এক নাবালিকা প্রসূতিকে বাইরে ইউএসজি করতে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। যাওয়ার পথে রেলগেটে আটকে টোটোতেই মৃত-সন্তান প্রসব করেন ওই নাবালিকা। এখানেই শুরু। সেদিন তড়িঘড়ি প্রস্তুতি নেয় জেলা স্বাস্থ্য দফতর। সেদিনই বিকেলে জেলা স্বাস্থ্য দফতর শালবনীতে থাকা ২টি মেশিনের মধ্যে একটি বেলদাতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। এরপর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিকের উদ্যোগে বুধবার থেকে শালবনীতে ফের চালু হল ইউএসজি পরিষেবা।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে দু’দিন (বুধবার ও বৃহস্পতিবার) সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন শালবনীবাসী তথা জেলাবাসী। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী জানিয়েছেন, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সপ্তাহে দু’দিন দু’জন রেডিওলজিস্ট (টেকনিশিয়ান) আসবেন। স্থায়ী রেডিওলজিস্টের জন্য আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে বেলদায় পাঠানো পোর্টেবল ইউএসজি মেশনটিতে যে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, তাও আগামী এক মাসের মধ্যেই সারানো হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর স্বপ্নের জঙ্গলমহল। সেই জঙ্গলমহলের অন্যতম প্রধান হাসপাতাল শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল। সেই হাসপাতালে বেশ কয়েক বছর ছিল না এই পরিষেবা। তবে ফের এই পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। আগামীতে বেসরকারি ক্ষেত্রে এই সুবিধা নেওয়া বা টাকা খরচ করে অন্য কোথাও যেতে হবে না বলে মত প্রকাশ করছেন সকলের।
advertisement
রঞ্জন চন্দ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Salbani Hospital USG Service: শালবনি হাসপাতালে ফের মিলবে বিনামূল্যে USG পরিষেবা! দেখে নিন কোন কোন দিন মিলবে পরিষেবা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement