আরও পড়ুন: উত্তাল আবহাওয়া, শুক্রবার পর্যন্ত নদী ও সমুদ্রে না নামতে পরামর্শ
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও তৈরি হয়। তড়িঘড়ি করে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা এবং বিএসএফ-এর ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ঘটনাস্থলে আসেন এবং গোটা এলাকায় তল্লাশি শুরু করেন। ড্রোনটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে এই সীমান্ত অঞ্চলে উড়ে বেড়াচ্ছিল—সে বিষয়েই তদন্তে নেমেছে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী।
advertisement
আরও পড়ুন: রাত বাড়লেই নিউটাউনে আতঙ্কের ডাক! কে ডাকছে জানেন? ভয়ে কুঁকড়ে কোটি কোটি টাকার ফ্ল্যাটবাসী
প্রসঙ্গত, এটি এই প্রথম নয়। কিছুদিন আগেই হিঙ্গলগঞ্জের কাটাখাল ব্রিজ এলাকায় সন্ধ্যার সময় কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্তের দিক থেকে আসা একাধিক উজ্জ্বল আলোর উৎস লক্ষ্য করেন। স্থানীয়দের দাবি, সেগুলিও ড্রোনই ছিল। বিষয়টি পুলিশ ও বিএসএফকে জানানো হলে, তারাও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। ড্রোন নজরদারির এই প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা। ইতিমধ্যে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।