TRENDING:

Drone in Sky: গভীর রাতের অন্ধকারে গঙ্গাসাগরের আকাশে রহস্যজনক আলো, শোড়গোল গোটা এলাকায়

Last Updated:

Drone in Sky: কলকাতার পর এবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে রাতের অন্ধকারে ড্রোনের দেখা মিলল। দু' দফায় ৫টি ড্রোন আকাশ উড়ছিল বলে সুন্দরবন পুলিশ জেলার গোয়েন্দা দফতর সূত্রে জানা যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: কলকাতার পর এবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে রাতের অন্ধকারে ড্রোনের দেখা মিলল। দু’দফায় ৫টি ড্রোন আকাশ উড়ছিল বলে সুন্দরবন পুলিশ জেলার গোয়েন্দা দফতর সূত্রে জানা যাচ্ছে।
সাগরের আকাশে আলো
সাগরের আকাশে আলো
advertisement

রাতে ঝড়-বৃষ্টির আগে ও পরে দু’দফায় দেখা যায় এই ড্রোন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই সেই ড্রোন দেখতেও পায়। এরমধ্যে ৩টি আকারে বড়। ইতিমধ্যে উপকূল রক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে বিষয়টি। সুন্দরবন পুলিশ জেলা ঘটনার কথা স্বীকার করে নিয়েছে।

আরও পড়ুন: পানে কমবে কোলেস্টেরল থেকে ডায়াবেটিস! শুধু জানুন খাওয়া সঠিক উপায়! বদলে যাবে জীবন

advertisement

ইতিমধ্যে সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে। আকাশ ও জলপথে সন্দেহজনক কিছু দেখলে পুলিশ সুপারের অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এর আগে কলকাতায় এই একই ধরণের ঘটনা ঘটেছিল। যার পর আবারও গঙ্গাসাগরে এই ঘটনা ঘটে‌।

advertisement

এই ড্রোনগুলি ফ্রেজারগঞ্জ থেকেও দেখা গিয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলির উপর এই ড্রোন দেখা যাওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ঘটনা কারা ঘটাল তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তের পর জানা যাবে এই ঘটনার প্রকৃত কারণ। আপাতত ঘটনা নিয়ে সতর্ক সুন্দরবন পুলিশ জেলার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drone in Sky: গভীর রাতের অন্ধকারে গঙ্গাসাগরের আকাশে রহস্যজনক আলো, শোড়গোল গোটা এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল