রাতে ঝড়-বৃষ্টির আগে ও পরে দু’দফায় দেখা যায় এই ড্রোন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই সেই ড্রোন দেখতেও পায়। এরমধ্যে ৩টি আকারে বড়। ইতিমধ্যে উপকূল রক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে বিষয়টি। সুন্দরবন পুলিশ জেলা ঘটনার কথা স্বীকার করে নিয়েছে।
আরও পড়ুন: পানে কমবে কোলেস্টেরল থেকে ডায়াবেটিস! শুধু জানুন খাওয়া সঠিক উপায়! বদলে যাবে জীবন
advertisement
ইতিমধ্যে সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে। আকাশ ও জলপথে সন্দেহজনক কিছু দেখলে পুলিশ সুপারের অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এর আগে কলকাতায় এই একই ধরণের ঘটনা ঘটেছিল। যার পর আবারও গঙ্গাসাগরে এই ঘটনা ঘটে।
এই ড্রোনগুলি ফ্রেজারগঞ্জ থেকেও দেখা গিয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলির উপর এই ড্রোন দেখা যাওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ঘটনা কারা ঘটাল তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তের পর জানা যাবে এই ঘটনার প্রকৃত কারণ। আপাতত ঘটনা নিয়ে সতর্ক সুন্দরবন পুলিশ জেলার পুলিশ।