যুদ্ধকালীন পরিস্থিতিতে পাইপলাইন মেরামতির পাশাপাশি ট্যাঙ্কারের মাধ্যমে এলাকায় জল পৌঁছানোর ব্যবস্থা করা হয়। পাইপলাইনের মাধ্যমে অধিকাংশ স্থান জল সরবরাহ করা গেলেও ভাগার সংলগ্ন স্থানে পাইপলাইনে জল পৌঁছয়নি বলে অভিযোগ। যার ফলে পানীয় জল পেতে বেশ কসরত করতে হচ্ছে মানুষকে। অনেকদূর থেকে জল সংগ্রহ করছেন তারা।
আরও পড়ুন: খরাতেও প্যান্ট গুটিয়ে রাস্তা পারাপার বাসিন্দাদের! ১৫ দিনেও জলযন্ত্রণা দূর হল না হাওড়ায়
advertisement
তবে সমস্যা শুরু থেকেই মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা। উত্তরপাড়া ও কলকাতা পুরসভা থেকে ট্যাঙ্ক আনিয়ে জল সরবরাহ করা হয়। দিন ১৫ পেরিয়ে গেছে, তারপরেও রয়েছে জলের সমস্যা বলেই অভিযোগ স্থানীয় একাংশের মানুষের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১০০ টি পরিবার। ঘর হারিয়ে মানুষ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। তাদের মধ্যে অনেকেই জানাচ্ছেন বেশি কষ্টকর পানীয় জলের।এমত অবস্থায় হারিয়েছে মাথার ছাদ, রয়েছে খাবারের কষ্ট। এর মধ্যে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হলে কিছুটা স্বস্তি মিলবে মানুষের এমনটাই আবেদন তাদের। যদিও সমস্যার সমাধানে হাওড়া পুরসভা এবং স্থানীয় বিধায়ক আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মানুষকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে।
রাকেশ মাইতি





