TRENDING:

Drinking Water Crisis: ভরা বর্ষাতেও মিলছে না রেহাই, পানীয় জলের সঙ্কটে পুরুলিয়াবাসী!

Last Updated:

Drinking Water Crisis: সকাল থেকে পথ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। এর ফলে গন্ধবাজার থেকে সিরকাবাদ যাওয়ার পর্যন্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: জেলার পানীয় জলের সমস্যা বরাবরের। ‌ গ্রীষ্মকালে এই সমস্যা আরও অনেক গুণ বেড়ে যায়। কারণ গ্রীষ্মের সময় কাঁসাই নদীর জলস্তর অনেকখানি নেমে যায়। তাই জেলার বিভিন্ন জায়গাতে জলসঙ্কট দেখা যায়। কিন্তু এবার বর্ষার সময়তেও জলের সমস্যায় ভুগতে হচ্ছে জেলার মানুষকে। আর এতেই ক্ষোভ তৈরি হচ্ছে জেলাবাসীদের মনে। আর তাই এবার পানীয় জলের দাবিতে কলসি নিয়ে পথ অবরোধ করতে দেখা গেল গ্রামের মহিলাদের।
advertisement

ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আড়শা ব্লকের গন্ধবাজার থেকে অযোধ্যা যাওয়ার পথে গুরুত্বপূর্ণ রাস্তায়। এইদিন সকাল থেকে পথ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। এর ফলে গন্ধবাজার থেকে সিরকাবাদ যাওয়ার পর্যন্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা রাস্তায়। সমস্যায় পড়তে হয় পথ চলতি মানুষদের।

আরও পড়ুন: এআই-এর উপর ডিস্ট্রিক্ট লেভেল সায়েন্স সেমিনার

advertisement

অবরোধকারীরা বলেন, গত তিন মাস ধরে গ্রামের সব নলকূপগুলো অকেজো হয়ে পড়ে আছে। গ্ৰামের বাসিন্দারা সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আড়ষা ব্লকের বিডিও’র কাছে পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। তবুও জলকষ্টের সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছেন বলে জানান গ্রামবাসীরা।

View More

এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। অবরোধের জেরে আটকে পড়েছিল অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আড়ষা থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তারপর এলাকায় যান চলাচল সচল হয়। তবে জলের সমস্যা না মিটলে আবারও পথ অবরোধের করবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drinking Water Crisis: ভরা বর্ষাতেও মিলছে না রেহাই, পানীয় জলের সঙ্কটে পুরুলিয়াবাসী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল