আসানসোল পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডে প্রায় গত ১০ বছর ধরে পানীয় জলের সমস্যা চলছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় বাসিন্দারা বলছেন, ১২ নম্বর ওয়ার্ডের রাস্তার অবস্থা বেহাল। নিকাশি ব্যবস্থাও ভাল নয়। একইসঙ্গে নেই পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা। এই তীব্র গরমে পানীয় জল না পেয়ে প্রচণ্ড কষ্টে আছে এলাকার মানুষ।
আরও পড়ুন: হাওয়াই চটি উপহার! ভোটের বাজারে ব্যবসায়ীর কাণ্ডে শোরগোল
advertisement
১২ নম্বর ওয়ার্ডে পানীয় জলের এই সঙ্কটের জন্য এলাকাবাসীরা মূলত আঙুল তুলছেন এলাকার কাউন্সিলরের দিকেই। স্থানীয় বাসিন্দারা বলছেন, কাউন্সিলরের গাফিলতিতেই এমন অবস্থার শিকার হয়েছেন তাঁরা। কারণ আশপাশের অন্যান্য সব ওয়ার্ডে জল, আলো, রাস্তাঘাট সমস্ত কিছুর কাজ হয়েছে। উন্নতি হয়েছে। কিন্তু ১২ নম্বর ওয়ার্ডে পানীয় জলের ব্যবস্থা করা হয়নি।
যার কারণে এই তীব্র গরমে ব্যাপক জল কষ্টে ভুগতে হচ্ছে স্থানীয় মানুষজনকে। তাই এলাকার মহিলা সদস্যরাও তীব্র গরমেও রাস্তায় নেমে এসেছিলেন পানীয় জলের দাবিতে। এলাকাবাসীর দাবি, দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হোক। এলাকায় কল তৈরি করা হোক। যতদিন না কলের ব্যবস্থা হচ্ছে, ততদিন ট্যাঙ্কারে জল দেওয়ার ব্যবস্থা হোক। আর যদি তা না হয়, তাহলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
নয়ন ঘোষ