মদ্যপানের প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক মারধর করে যুবকেরা। তারপর এলাকার মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা। মারধর করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্তরা। ঘটনায় যথেষ্টই আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার। ইতিমধ্যেই অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: চলে যাবেন স্কুলের একমাত্র শিক্ষিকা, তারপর…! স্কুল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অভিভাবকরা, কোথায় জানুন
উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া থানার অন্তর্গত নন্দননগর, যেখানে এমন ঘটনা ঘটেছে ওই এলাকার বাসিন্দারা দাবি করেছেন, এলাকায় সিসিটিভি রয়েছে, সিসিটিভির ফুটেজ দেখলেই বোঝা যাবে ঠিক কী ঘটনা ঘটেছিল। মেয়েটিও ওই শিক্ষককে মারধর করে। এমন ঘটনায় এলাকার সকলেই আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
আরও পড়ুন: দূর্ঘটনার কবলে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের গাড়ি! গাড়িতে ছিলেন…! ব্যাপক চাঞ্চল্য এলাকায়
অন্যদিকে আক্রান্ত অঙ্কন শিক্ষক জানিয়েছেন, “সকাল ছয়টা নাগাদ আমি যখন ফিরছিলাম তখন দেখি ৭-৮ জন ছেলে আর একটি মেয়ে ওইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে মদ্যপান করছে। আমার শুধু অপরাধ এইটুকু বলা, সকাল হয়ে গেছে তবুও তোমরা প্রকাশ্যে এইরকম কাণ্ড কেন করছ! ব্যাস তারপরেই শুরু হয় আমার ওপর আক্রমণ।”