বর্তমান দিনে মোবাইল, ইন্টারনেট, রিলস, শর্ট ভিডিওর যুগে হারিয়ে যেতে বসেছে মানুষের চিন্তাশীল ভাবনা। ক্রমশ শহর-শহরতলী কিংবা গ্রামীণ এলাকা থেকে হারিয়ে যাচ্ছে নাট্যচর্চা। তবে সেই নাট্যধারাকে এগিয়ে নিয়ে যেতে বেশ কয়েকজন যুবক মিলে তৈরি করা এই নাট্যগোষ্ঠীর উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত হল নাট্য উৎসব। সপ্তাহান্তে শনি এবং রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় এই নাট্য উৎসবের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন জায়গার প্রতিষ্ঠিত নাট্য দল অংশ নেয়।
advertisement
প্রসঙ্গত, সমাজের আয়না নাটক। এই কিছুক্ষণের নাটক বদলে দিতে পারে গোটা সমাজকে। ভাবিয়ে তুলতে পারে সাধারণ মানুষকে। সমাজের বাস্তব, গঠনমূলক দিক অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরা হয় নাটকে। স্বাভাবিকভাবে নাটক সমাজের কাছে এক গণমাধ্যম। তবে বর্তমানে হারিয়ে যেতে বসেছে নাট্যচর্চা। তাই মফস্বল এলাকায় মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে তুলতে এবং সংস্কৃতি চর্চার উদ্যোগ নিয়ে এই নাট্য উৎসবের আয়োজন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠানের।
আরও পড়ুন: দুই বাসের রেষারেষি, ইসলামপুরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে গেল বাস! শিশুকন্যা সহ মৃত ২
বিদ্যাসাগরের জীবনী, তার সমাজ সংস্কার সহ একাধিক সামাজিক বিষয় নিয়ে দুই দিন নাটক মঞ্চস্থ হয়। স্বাভাবিকভাবে মফস্বল এলাকায় এমন অভিনব সাংস্কৃতিক আয়োজন বেশ অর্থবহ। সমাজের কাছে এক দৃষ্টান্ত।
রঞ্জন চন্দ