উদ্যোক্তা শাহরুখ ইসলাম জানান, ‘প্রতি বিঘা জমিতে একবার হারভেস্টিংয়ে গড়ে ১৩০ থেকে ১৫০ কেজি পর্যন্ত ড্রাগন ফল পাওয়া যায়। বাজারে এর দাম বর্তমানে প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। সঠিক পরিচর্যা করলে বছরে তিনবার পর্যন্ত ফলন সম্ভব। তাই লাভও তুলনামূলক অনেক বেশি’।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় পুরুষ লেপার্ডের দেহ উদ্ধার! তবে কি সঙ্গিনী ঘুরছে জঙ্গলে? আশঙ্কায় বন দফতরের মাইকিং
advertisement
চাহিদা ক্রমেই বাড়ছে ড্রাগন ফলের। এমনকি অনলাইন অর্ডারও আসছে কলকাতা ও বাইরের রাজ্য থেকে। স্থানীয় আবহাওয়াতে সহজেই মানিয়ে নিচ্ছে এই গাছ। সঠিক ছাঁটাই ও জৈব সার ব্যবহারে ফলের মান আরও উন্নত হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একসময় শুধুই বিদেশে দেখা যেত এই রঙিন ফল। আজ উত্তর ২৪ পরগনার মাটিতে তার সাফল্যের আলো ছড়িয়ে পড়েছে। চাষিদের মুখে এখন আনন্দের হাসি, কারণ তাদের ফল এবার পৌঁছে যাচ্ছে দেশের রাজধানীর বাজারে, নতুন আশার বার্তা নিয়ে।






