জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ বনগাঁ শাখার ডাউন দত্তপুকুর লোকাল যখন বামনগাছি স্টেশন ছেড়ে বারাসাতের দিকে এগোতে শুরু করে, তখন হঠাৎই বিরাট আওয়াজ হয়, ট্রেনে ঝাঁকুনিও অনুভব হয়। এরপরই ট্রেন থামিয়ে দেন চালক। দেখা যায়, লাইনের ফিসপ্লেট ভেঙে গিয়েছে। এই ফিসপ্লেট দুটি লাইনের সংযোগকারী কিট হিসেবে ব্যবহৃত হয়। সেই ফিসপ্লেট ভাঙা থাকলে ভয়ংকর দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এদিন অবশ্য তা ঘটেনি।
advertisement
আরও পড়ুন: রবি ও মঙ্গলে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, কী পরিবর্তন হতে চলেছে বাংলার আবহাওয়ায়?
তবে, বামনগাছির ঘটনার কথা রেল আধিকারিকদের কাছে পৌঁছতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। প্রায় চল্লিশ মিনিট ধরে মেরামত করা হয় ফিসপ্লেট। এরপর ফের ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন: 'ওয়েল ডান', টেস্ট অধিনায়কত্ব ছাড়তেই 'সেরা খেলোয়ার' বিরাটকে নিয়ে প্রতিক্রিয়া সৌরভের!
প্রসঙ্গত, ওই সময় ডাউন ওই ট্রেনে যাত্রীও ছিলেন প্রচুর। তাঁদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছিল। তবে, তেমন কোনও সমস্যার মুখে পড়তে হয়নি তাঁদের। যদিও চল্লিশ মিনিট দেরিতে চলছে শিয়ালদহ-বনগাঁ লাইনের ডাউনের ট্রেন চলাচল।