TRENDING:

Digha Dolphin : ছুটির বিকেলে দিঘার সৈকতে জীবন্ত ডলফিন, পর্যটকদের মধ্যে সেলফি তোলার হিড়িক

Last Updated:

Digha Dolphin : জীবন্ত ডলফিনের সঙ্গে ছবি তোলা, সামুদ্রিক প্রাণীটিকে ছুঁয়ে দেখার জন্য তাড়াহুড়ো করেন পর্যটকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা : ছুটির বিকেলে পর্যটক ভর্তি  দিঘার সৈকতে ডলফিন দর্শন৷ জ্যান্ত ডলফিন আচমকাই উঠে এল সমুদ্রের পাড়ে। জলচর প্রাণীটিকে দেখে অল্প সময়ের মধ্যেই পর্যটকদের মধ্যে হৈ চৈ পড়ে যায়! ডলফিনের সঙ্গে সেলফি তোলার হিড়িকও পড়ে যায় দিঘার সমুদ্রসৈকতে!
ডলফিনের সঙ্গে সেলফি তোলার হিড়িকও পড়ে যায় দিঘার সমুদ্রসৈকতে
ডলফিনের সঙ্গে সেলফি তোলার হিড়িকও পড়ে যায় দিঘার সমুদ্রসৈকতে
advertisement

রবিবার বিকেল নাগাদ দিঘার সমুদ্রেতটে হঠাৎই ভেসে আসে এই ডলফিনটি। দেখতে পেয়েই পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা, সকলের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। ডলফিন দেখতে ভিড় জমান পর্যটকরা। জীবন্ত ডলফিনের সঙ্গে ছবি তোলা, সামুদ্রিক প্রাণীটিকে ছুঁয়ে দেখার জন্য তাড়াহুড়ো করেন পর্যটকরা৷

প্রত্যক্ষদর্শীদের কথায়, ডলফিনটি সমুদ্রতটে এসে পাথর এবং বোল্ডারে ধাক্কা খেয়ে আঘাত পায়৷ তার লেজের কাছ থেকে রক্ত বেরতেও দেখা যায়। শেষমেশ স্থানীয় কয়েকজন যুবক ডলফিনটিকে উদ্ধার করে গভীর সমুদ্রে জলে ছেড়ে দেয়।

advertisement

আরও পড়ুন :  ভুয়ো সিবিআই অফিসার পরিচয়ে গ্রেফতার তিন, বাজেয়াপ্ত একটি গাড়িও

দিনকয়েক আগেই পূর্মিমার কোটালে ভয়ঙ্কর রূপ ধারন করে দিঘা ও সংলগ্ন এলাকার সমুদ্রতট৷ গার্ডওয়াল টপকে দৈত্যাকৃতি ঢেউ আছড়ে পড়ে বসত এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা৷ তবে বাঙালির প্রিয় গন্তব্য দিঘা এ বার মধ্যবিত্তদের কাছে আরও মহার্ঘ্য হতে চলেছে৷ দিঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, 'জিএসটি কাউন্সিলের নতুন নির্দেশিকা এসেছে। সমস্ত হোটেলগুলিতে এই নিয়ম চালু করা হচ্ছে। বিলাসবহুল হোটেলের ক্ষেত্রে এতদিন ১৮ শতাংশ জি এস টি চালু ছিল। এবার এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হোটেল ভাড়ার জন্য ১২ শতাংশ হারে জিএসটি চার্জ পড়বে। প্রতিটি হোটেল মালিককে বলা হয়েছে নতুন হারে জি এস টি চার্জ নেওয়ার জন্য।'

advertisement

আরও পড়ুন : চায়ের সঙ্গে কড়মড়িয়ে খেতে পারবেন চায়ের কাপ, অভিনব চায়ের দোকান মেদিনীপুরে

স্বাভাবিক অর্থেই সস্তার হোটেলে থাকার খরচ একটু বাড়ল। দিঘায় আসা মধ্যবিত্তের পকেটে টান পড়লেও হোটেলে থাকার খরচ কমবে উচ্চবিত্তের। কারণ দিঘার বিলাসবহুল হোটেলগুলিতে এতদিন ১৮ শতাংশ হারে জিএসটি চার্জ পড়ত। তা কমে ১২ শতাংশ হল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৩০০ বছরের জাগ্রত কালীপুজো, সিদ্ধিকালী গ্রামের মা সিদ্ধেশ্বরী সবাইকে আগলে রাখেন, বিপদে ঢাল
আরও দেখুন

অতিমারি পর্বে দিঘাতেও পর্যটনশিল্প ব্যাহত হয় তীব্র ভাবে৷ পরিস্থিতি একটু স্বাভাবিক হতে ফের আশার আলো দেখছেন পর্যটন ব্যবসায়ীরা৷ ভরা বর্ষায় সমুদ্রসু্ন্দরী দিঘাও তার রূপ নিয়ে হাজির সপ্তাহান্তের ভ্রমণপিপাসুদের জন্য৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Dolphin : ছুটির বিকেলে দিঘার সৈকতে জীবন্ত ডলফিন, পর্যটকদের মধ্যে সেলফি তোলার হিড়িক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল