স্থানীয়দের অভিযোগ, রাত থেকে একদল কুকুর হঠাৎ হিংস্র আচরণ করতে শুরু করে। অন্ধকার রাস্তায় কাউকে দেখলেই আক্রমণ করে কামড়ে দিচ্ছে। এই ঘটনায় গোটা এলাকা কার্যত আতঙ্কিত। বহু মানুষ রাতে বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছেন না। আতঙ্কে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চালাতে ভয়! স্টিয়ারিংই ধরছেন না চালকরা! হঠাৎ কী হল বনগাঁয়?
advertisement
হাড়োয়া ব্লক হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, আহতদের দ্রুত চিকিৎসা করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে অ্যান্টির্যাবিস ভ্যাকসিনও মজুত আছে। এখনও পর্যন্ত কোনও জটিল অবস্থা দেখা যায়নি। হাসপাতালে দ্রুত পৌঁছালে চিন্তার কিছু নেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে স্থানীয়রা প্রশাসন ও বনদফতরের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন। আতঙ্কিত বাসিন্দাদের কথায়, ‘এভাবে চলতে থাকলে বড় কোনও বিপদ হতে পারে। প্রশাসন অবিলম্বে কুকুরগুলিকে ধরার ব্যবস্থা করুক’। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুকুর ধরার জন্য বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।