হুগলির বলাগড়ের জিরাট পোস্ট অফিস পাড়ায় একটি পথ সারমেয় খাবারের সন্ধানে প্লাস্টিকের জারের মধ্যে মুখ ঢুকিয়েছিল গত ৮ এপ্রিল। বিপদ ঘটতে সময় নেয়নি। গলা পর্যন্ত মুখটি জারে আটকে যায়। ওই অবস্থায় এক সপ্তাহ ধরে না খেয়ে পথে পথে ঘুরতে থাকে সারমেয়টি। অনেকেই বিষয়টি দেখেও এগিয়ে আসেননি। রবিবার সন্ধেয় এই বেদনাদায়ক ঘটনাটি চোখে পড়ে জিরাট হাটতলার বাসিন্দা টোটো চালক ও পশুপ্রেমী প্রমথ বিশ্বাসের। তিনি খবর দেন পার্শ্ববর্তী গ্রাম মিলনগডের বাসিন্দা পশুপ্রেমী ও বলাগড় নির্বাক নির্ভর সমিতির সম্পাদক বনমালী তপাদারকে।
advertisement
আরও পড়ুন: একসঙ্গে ২০০০ কুমারীর পুজো! চাইলে আপনিও করতে পারবেন আরাধনা
খবর পেয়ে বনমালী তাপাদার দ্রুত পৌঁছে যান জিরাট হাটতলায়। এরপর দুই পশুপ্রেমী মিলে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় প্লাস্টিকের জারটি কাঁচি দিয়ে কেটে সারমেয়টিকে নতুন জীবন দেন। এরপর খাবার ও জল দেওয়া হয় কুকুরটিকে। এইভাবে উদ্ধার পাওয়ার পর সারমেয়টিও যেন হাঁফ ছেড়ে বাঁচে।
এদিকে এই ঘটনার উদাহরণ তুলে ধরে ওই পশুপ্রেমীরা প্লাস্টিকের জার বা কৌটো যেখানে সেখানে ফেলতে নিষেধ করেছেন। কারণ তাতে এভাবেই অবলা জীবদের বিপদ ঘটতে পারে।
রাহী হালদার