Kumari Puja: একসঙ্গে ২০০০ কুমারীর পুজো! চাইলে আপনিও করতে পারবেন আরাধনা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Kumari Puja: ২৮ জন কুমারীর সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন দুই হাজারে গিয়ে পৌঁছেছে। একসঙ্গে ২০০০ জন কুমারীকে এদিন মাতৃ জ্ঞানে পুজো করা হয় মন্দিরে। কুমারী মেয়েদের পা ধুইয়ে ফুল, মালা সহ নিষ্ঠা সহকারে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চলে এই বিশেষ রীতি
উত্তর ২৪ পরগনা: একসঙ্গে ২০০০ কুমারীকে পুজো করা হবে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুরের হাত ধরে ‘আদ্যামা’ প্রাপ্তির ১১০ তম বর্ষ উপলক্ষে এই বিপুলসংখ্যক কুমারী পুজোর আয়োজন করা হচ্ছে কামারহাটির আদ্যাপীঠ মন্দিরে।
জানা যায় বহু যুগ আগে, অন্নদা ঠাকুর প্রথম এই কুমারী পুজোর সূচনা করেন৷ বর্তমানে আদ্যাপীঠ মন্দিরের দায়িত্বে থাকা ব্রহ্মচারী মুরালভাই জানান, অন্নদা ঠাকুর সেই সময় ২৮ জন কুমারীকে দেবী রূপে পুজো করতে যান৷ কিন্তু, তিনি দেখেন কুমারীর সংখ্যা ২৮ হলেও, পুজো গ্রহণ করছেন মোট উনত্রিশ জন৷ কিছুতেই সেদিন হিসেব মেলাতে পারেননি অন্নদা ঠাকুর। পরে রাতে মা স্বপ্নে দেখা দেন তাঁকে। জানান স্বয়ং আদ্যামা নিজে রাম নবমীতে কুমারী বেশে এসে পুজো গ্রহণ করেছিলেন অন্নদা ঠাকুরের৷ সেই দিন থেকেই রাম নবমীতে মহা ধুমধামের সঙ্গে কুমারী পুজো হয়ে আসছে আদ্যাপীঠে।
advertisement
advertisement
২৮ জন কুমারীর সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন দুই হাজারে গিয়ে পৌঁছেছে। একসঙ্গে ২০০০ জন কুমারীকে এদিন মাতৃ জ্ঞানে পুজো করা হয় মন্দিরে। কুমারী মেয়েদের পা ধুইয়ে ফুল, মালা সহ নিষ্ঠা সহকারে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চলে এই বিশেষ রীতি। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা আসেন বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে। এবছরও ১৭ এপ্রিল আদ্যাপীঠ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে ২০০০ কুমারীর পুজো। যার মধ্যে দিয়ে পালিত হবে আদ্যামার ১১০ তম প্রতিষ্ঠা দিবস। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি, ভক্তদের জন্য থাকবে বিশেষ ভোগের ব্যবস্থাও।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 15, 2024 7:12 PM IST









