Lok Sabha Election 2024: ভাঙন কবলিতদের কাছে ভোট চাইতেও আসে না কেউ! অসহায় মানুষগুলো শুধুই সংখ্যা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Lok Sabha Election 2024: দু’বছর আগে নদী ভাঙনের জেরে এক নিমেষেই পথে এসে বসতে হয়। চোখের পলকে শেষ হয়ে গিয়েছিল সর্বস্ব। চোখের সামনে নদীর গ্রাসে চলে গিয়েছিল আবাদি জমি ও বসত ভিটে
কোচবিহার: দু’বছর আগে নদীর ভাঙনে হারিয়ে গিয়েছে ভিটামাটি সবকিছু। তখন থেকেই তাঁরা কয়েকজন প্রতিবেশীর বাড়িতে আশ্রিত হয়ে আছেন। অষ্টাদশ লোকসভা ভোটের আগে এই অসহায় মানুষগুলো কী চাইছেন? তাঁদের মনের কথাটা কী? সরকারি সহায়তা না পেয়ে প্রতিদিন চোখের জল ফেলতে ফেলতে বাঁচছেন এই মানুষগুলো
দু’বছর আগে নদী ভাঙনের জেরে এক নিমেষেই পথে এসে বসতে হয়। চোখের পলকে শেষ হয়ে গিয়েছিল সর্বস্ব। চোখের সামনে নদীর গ্রাসে চলে গিয়েছিল আবাদি জমি ও বসত ভিটে। তখন থেকেই এলাকার কিছু স্থানীয় মানুষের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তাঁদের। প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে সমস্যার সমাধানের অনেক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরেও মেরামত হয়নি নদী বাঁধ, পাননি পুনর্বাসন।
advertisement
advertisement
এলাকার স্থানীয় বাসিন্দা মর্জিনা বিবি, মিহির উদ্দিন মিঁয়া ও আমিনুর মিঁয়া জানান, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনওরকম সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। অনেকের তো জব কার্ডও নেই। আবাস যোজনার ঘরের লিস্টে নাম নেই। এই পরিস্থিতিতে বেঁচে থাকাটাই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
কোচবিহারের এই অসহায় মানুষগুলো পরিষ্কার জানিয়েছেন, যে দলের প্রার্থী আগামী দিনে তাঁদের দুঃখ কষ্ট মোচনের লক্ষ্যে কাজ করবেন তাঁকেই ভোট দেবেন। এলাকার বাসিন্দারা সকলে একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্বাচনী প্রচারে এখনও পর্যন্ত কোনও দলের প্রার্থীরই দেখা মেলেনি এই এলাকায়। অথচ ১৯ এপ্রিল এই কেন্দ্রে নির্বাচন।
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2024 5:28 PM IST