Annapurna Puja: দেবী অন্নপূর্ণার কলস যাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড়

Last Updated:

Annapurna Puja: বেলতলায় মাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আনার নিমন্ত্রণ দিয়ে আসা হয়। নবরাত্রীর সপ্তমীতে নব পত্রিকার মাধ্যমে ঝালদার পুরনো বাঁধ থেকে কলস যাত্রার মধ্য দিয়ে মাকে নিয়ে আসা হল মন্দিরে

+
অন্নপূর্ণা

অন্নপূর্ণা পুজো

পুরুলিয়া: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব অন্নপূর্ণা পুজো। শুক্লা অষ্টমী তিথিতে এই পুজো হয়ে থাকে। চৈত্র নবরাত্রির শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুজো করা হয় মা অন্নপূর্ণার। মা অন্নপূর্ণাকে সমৃদ্ধির দেবী বলা হয়ে থাকে। এই পুজো করলে সংসারে কোনওরকম অভাব অনটন থাকে না বলে বিশ্বাস করেন ভক্তরা। বিভিন্ন জায়গার পাশাপাশি পুরুলিয়ার ঝালদাতেও মা অন্নপূর্ণার পুজো মহা ধুমধামের সঙ্গে পালিত হয়। ‌ঝালদার অন্নপূর্ণা মন্দিরে এই দিন নবপত্রিকার প্রবেশ ও কলস যাত্রায় বহু ভক্তদের সমাগম হয়।
এই বিষয়ে ঝালদা সুবর্ণ বণিক সমিতির সম্পাদক বিপ্লব কয়াল জানান, বেলতলায় মাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আনার নিমন্ত্রণ দিয়ে আসা হয়। নবরাত্রীর সপ্তমীতে নব পত্রিকার মাধ্যমে ঝালদার পুরনো বাঁধ থেকে কলস যাত্রার মধ্য দিয়ে মাকে নিয়ে আসা হল মন্দিরে। ‌দীর্ঘদিনের রীতি মেনে এই পুজো চলে আসছে। ‌এই পুজোর জন্য ঝালদার মানুষরা সারাটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কমিটির পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়ে থাকে সুষ্ঠুভাবে এই পুজো পরিচালনা করার জন্য।
advertisement
advertisement
এই বিষয়ে এলাকারই এক বাসিন্দা বলেন, দুর্গা পুজোর মতই এই পুজোর আয়োজন হয়। চারদিন ব্যাপী চলে এই পুজো। এলাকার মেয়েরা যারা বিভিন্ন কারণে বাড়ি থেকে দূরে থাকেন তাঁরা এই সময় বাড়িতে আসেন শুধুমাত্র এই পুজো উপলক্ষে। ‌ টানা চারদিন ভীষণ আনন্দ হয় এই পুজোয়।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Annapurna Puja: দেবী অন্নপূর্ণার কলস যাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement