আর্থারাইটিস বা বাত এর সঙ্গে সামঞ্জস্য নেই অস্টিওআর্থারাইটিসের। অস্টিওআর্থারাইটিস এক ধরনের হাড়ের সমস্যা। অস্টিওআর্থারাইটিস একধরনের হাড়ের ক্ষয়জনিত সমস্যা। মূলত হাঁটুতে এই সমস্যা দেখা যায়। হাঁটুতে টিবিয়া ও ফিমার দুটি হাড়ের সংযোগস্থলে ঘর্ষণের ফলে ধীরে ধীরে হাঁটুর জয়েন্টে ক্ষয় সৃষ্টি হয়।
আরও পড়ুনLion Safari: পাহাড়ে বেড়াতে গেলে এবার দেখা মিলবে সিংহের!
advertisement
মূলত যারা হাঁটু মুড়ে বসে নানান কাজ করেন কিংবা মোটা মানুষজনের এই অস্টিওআর্থারাইটিসের সমস্যা দেখা যায়। থাইরয়েড বা ডায়াবেটিস রোগীদের জন্য এই রোগের সম্ভাবনা বেশি থাকে।
এই রোগ হলে প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মত ব্যথা কমানোর ওষুধ এবং সামান্য ওষুধ খেলেই সেরে যায়। তবে সেক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন। পাশাপাশি বেশ কিছু ব্যায়ামে উপসম মেলে এই রোগ থেকে। চিকিৎসকের মত অনুযায়ী, এই রোগ হলে দৈনন্দিন কিছু কাজে পরিবর্তন আনা জরুরি।
তবে এই ধরনের কোন রোগ অসুখ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ মত ওষুধ সেবন করা জরুরি।
রঞ্জন চন্দ





