জানা গিয়েছে, ১০৬টি গাছের মধ্যে বেশকিছু বিরল প্রজাতির পলাশ গাছও রয়েছে। আগামীদিনে এই হাসপাতাল চত্বর সেজে উঠবে পলাশের রঙে। এই বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসক পবন বলেন, পুরুলিয়ায় পলাশের আলাদাই মাধুর্য রয়েছে। এই পলাশের টানে বহু পর্যটক এখানে বেড়াতে আসেন। প্রতিনিয়ত হাজার কর্মব্যস্ততার মাঝে তাঁরা পলাশ দেখতে আলাদা করে পাহাড়ে যেতে পারেন না। সেই জন্য কাজের মাঝেই পলাশের সৌন্দর্য উপভোগ করতে হাসপাতাল চত্বরে পলাশ গাছের চারা লাগালেন এই চিকিৎসক।
advertisement
আরও পড়ুনঃ দোকান থেকে কেনা নয়! এলাকার মেয়েরাই এবার বানাচ্ছেন…! সোনারপুরে বড় উদ্যোগ
এই বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের এক নার্সিং পড়ুয়া অনন্যা রুইদাস বলেন, পুরুলিয়া পলাশের জন্য খুবই বিখ্যাত। বিভিন্ন সময় পলাশ দেখতে অযোধ্যা পাহাড় ও অন্যান্য জায়গায় যেতে হয়। এবার আর তার দরকার পড়বে না। আমাদের ক্যাম্পাসেই পলাশ দেখা যাবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বসন্তে পলাশের রঙে রঙিন হয়ে ওঠে গোটা বনমহল। পুরুলিয়ায় এই পলাশের আলাদাই শোভা রয়েছে। জেলার গর্ব পলাশ। এই পলাশের টানেই দূরদূরান্ত থেকে ছুটে আসেন পর্যটক ও প্রকৃতিপ্রেমী মানুষজন। পুরুলিয়ার বিভিন্ন জায়গার পাশাপাশি এবার পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসেও দেখা মিলবে এই ফুলের।