TRENDING:

Bangla News: বারোয়ারি পুজো কথাটি কোথা থেকে এসেছে? কী রয়েছে বারোয়ারির ইতিহাসে? জানুন

Last Updated:

Bangla News: গঙ্গার পশ্চিম উপকূলের গ্রাম হুগলির গুপ্তিপাড়া। এখান থেকেই সূত্রপাত দেশের প্রথম বারোয়ারি পুজোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: গঙ্গার পশ্চিম উপকূলের গ্রাম হুগলির গুপ্তিপাড়া। এখান থেকেই সূত্রপাত দেশের প্রথম বারোয়ারি পুজোর। বেঙ্গল গেজেট এর তথ্য অনুযায়ী গুপ্তিপাড়ার বৃন্দবাসিনী বারোয়ারি জগদ্ধাত্রী পূজা হল প্রথম বারওয়ারি পুজো। বারোয়ারি কথাটি এসেছে ১২ জন বন্ধুর থেকে। যারা প্রথম শুরু করেছিলেন বারোয়ারী পুজো।
গুপ্তিপাড়ার বৃন্দবাসিনী বারোয়ারি জগদ্ধাত্রী
গুপ্তিপাড়ার বৃন্দবাসিনী বারোয়ারি জগদ্ধাত্রী
advertisement

কথিত ইতিহাস অনুযায়ী, গুপ্তিপাড়ার স্থানীয় বাসিন্দারা দুর্গাপূজা দেখতে আসেন সেখানেরি একটি জমিদার বাড়িতে। সেইসময়ের জমিদার গ্রামের বাসিন্দাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। তাদেরকে ঠাকুর দেখতে দেওয়া হয় না জমিদার বাড়ির। সেই সময় গ্রামের বেশ কিছু তরুণ এগিয়ে আসেন নিজেদের পুজো করার জন্য। আজ থেকে ২৭০ বছর আগে ১২ বন্ধু মিলে শুরু করেছিলেন শ্রী শ্রী বৃন্দবাসিনী জগদ্ধাত্রী মাতার পুজো। ইতিহাস রচনা করেন অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারির।

advertisement

আরও পড়ুনঃ বিদ্যুৎ খরচ বাঁচাতে চান? ঘরের এই জিনিসটি কেনার আগে দেখুন, ম্যাজিকের মতো কমবে বিল

হুগলি গেজেট থেকে শুরু করে বেঙ্গল গেজেট, ও নানান নামজাদা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারির ইতিহাসের কথা। ১৮২০ সালে দি ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামক সংবাদপত্রে প্রথম প্রকাশিত হয় গুপ্তিপাড়ার বৃন্দবাসিনী প্রথম বারোয়ারির কথা।

advertisement

গুপ্তিপাড়ার বৃন্দবাসিনী জগদ্ধাত্রী পূজা শক্তি ও বৈষ্ণবের এক মেলবন্ধন। বারোয়ারির সৃষ্টিকর্তা বলাগর বৃন্দবাসিনী বারোয়ারির বর্তমানের অবস্থা খুবই সংকট জনক। পুজোর ঐতিহ্য ও ইতিহাস বহাল রাখতে হিমশিম খাচ্ছেন পূজা উদ্যোক্তারা। একইসঙ্গে তাদের দাবি প্রথম বারোয়ারি হওয়ার জন্য সরকার যদি তাদের কিছু স্বীকৃতি দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বারোয়ারি পুজো কথাটি কোথা থেকে এসেছে? কী রয়েছে বারোয়ারির ইতিহাসে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল