এখানেই শেষ নয়, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে এসে ব্যবসাও চালানো হচ্ছে সীমান্তবর্তী এলাকা জুড়ে বলে অভিযোগ। এই ধরনের একাধিক অভিযোগ জানিয়ে এদিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলার বৃহন্নলা সংগঠন হেমা মাসির দল।
আরও পড়ুনঃ উপকারের পরিবর্তে ক্ষতি অনেক…! কারা ভুলেও মুখে তুলবেন না ওটস? রোজ খেলে হানা দেয় কোন জটিল রোগ? জানুন
advertisement
জেলা জুড়ে প্রায় দু ‘ হাজার সদস্য রয়েছে এই সংগঠনের। তবে বর্তমানে জেলা জুড়ে বৃহন্নলা সাজে ট্রেন বাস সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের উপর জোর জুলুম চালিয়ে টাকা আদায় করছেন এক শ্রেণীর বৃহন্নলারা। ফলে প্রকৃত বৃহন্নলারা আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে রোজগার কমেছে অনেকাংশে। অবৈধভাবে বাংলাদেশী ও এমনকি পাকিস্তানিদের ভারতে নিয়ে এসে যুদ্ধ আবহে ভারতের গোপন তথ্য বাইরের দেশে পাচারেরও আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। এই ধরনের নানা অভিযোগ তুলেই প্রশাসনকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা।
Rudra Narayan Roy