বাঁকুড়া থানায় তালডাংরা থানায় আমডাংরা থানার ওপির তত্ত্বাবধানে শুরু হয়েছে “উদ্দীপন”! এই বিশেষ উদ্যোগের আওতায়, পুলিশ, সিএপিএফ এবং সেনাবাহিনীর মত সশস্ত্র বাহিনীর জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এক সুবর্ণ সুযোগ।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য বিশেষ প্রশিক্ষণ ক্লাস শুরু করা হয়েছে।এই কর্মসূচির আওতায়, প্রশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষক/প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এক্সটার্নাল অর্থাৎ ফিজিক্যাল এবং অভ্যন্তরীণ অর্থাৎ লিখিত পরীক্ষার অনুশীলন, দুই অনুষ্ঠিত হবে। প্রায় ১৮৬ জন শিক্ষার্থী ইতিমধ্যেই এই উদ্যোগের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে।
উদ্দীপনের উদ্বোধন হয় ৫ কিলোমিটার দৌড়ের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে, ৫ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়েছিল এবং পরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি, আইপিএস এবং অতিরিক্ত এসপি (অপারেশন), এসডিপিও খাতড়া এবং অন্যান্য আধিকারিকেরা।
নীলাঞ্জন ব্যানার্জী