সুন্দরবনের লোকশিল্পীরা মাতিয়ে দিলেন পুজো কার্নিভাল! টাকি রোডে উৎসব দেখে মাতোয়ারা আট থেকে আশি
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Durga Puja Carnival : টাকি রোডে পুজো কার্নিভাল দেখাল অন্য রঙ। সুন্দরবনের লোকশিল্পীদের বাউল, ভাটিয়ালি ও নাচের পরিবেশনা নজর কাড়ে উপস্থিত দর্শকদের।
advertisement
1/6

দুর্গোৎসবের শেষে বসিরহাট শহর মেতে উঠল রঙের উৎসবে। টাকি রোডে এদিন বিকেল থেকেই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের সেরা বারোটি দুর্গাপুজো কমিটি প্রতিমা ও শিল্পীদের নিয়ে অংশ নেয় এই কার্নিভালে। উৎসবের আবহে ভরে ওঠে গোটা এলাকা। <strong>(ছবি ও তথ্য - জুলফিকার মোল্যা)</strong>
advertisement
2/6
ইউনেস্কো ঘোষিত হেরিটেজ দুর্গোৎসবের মর্যাদা বজায় রেখে বসিরহাটের পুজোগুলিকে একত্রিত করেছে এই শোভাযাত্রা। বাংলার প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে সুন্দরবনের লোকশিল্পীদের বাউল, ভাটিয়ালি ও নাচের পরিবেশনা নজর কাড়ে উপস্থিত দর্শকদের।
advertisement
3/6
বিশেষ আকর্ষণ ছিল মহিলা ঢাকিদের অংশগ্রহণ। তাঁদের তালে তালে পুরো পথ জুড়ে বাজতে থাকে ঢাকের আওয়াজ। লোকশিল্পীদের ট্যাবলো, আলোকসজ্জা ও সঙ্গীতের মেলবন্ধনে উৎসবের রঙ যেন ছড়িয়ে পড়ে রাস্তাজুড়ে।
advertisement
4/6
কলেজ মোড় থেকে বোডঘাট সংঘ পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তায় এই শোভাযাত্রা চলে। প্রতিটি পুজো কমিটির সদস্যরা নিজ নিজ প্রতিমা নিয়ে যোগ দেন এই রঙিন যাত্রায়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ উপভোগ করেন এই মনোমুগ্ধকর দৃশ্য।
advertisement
5/6
ইছামতীর তীরের দুই বাংলার মিলনৎসবের ঐতিহ্য এবার শহরের বুকেও নতুন রূপে ধরা দিল। ঢাকের তালে, গানের ছন্দে ও নাচের মুদ্রায় একসঙ্গে মিলেমিশে গেল বাংলার সংস্কৃতি ও আনন্দের রঙ।
advertisement
6/6
দিনশেষে বসিরহাট শহর যেন আরও একবার নিজের ঐতিহ্য ও গৌরবকে নতুনভাবে ছুঁয়ে দেখল। দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটল এমন এক উৎসবমুখর সন্ধ্যায়, যা বছরের পর বছর শহরবাসীর মনে থেকে যাবে আনন্দের স্মৃতি হয়ে। <strong>(ছবি ও তথ্য - জুলফিকার মোল্যা)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
সুন্দরবনের লোকশিল্পীরা মাতিয়ে দিলেন পুজো কার্নিভাল! টাকি রোডে উৎসব দেখে মাতোয়ারা আট থেকে আশি