বাজনা, আলোয় ঝলমলে রাস্তাঘাট! চার বছরেই ‘সুপারহিট’ বারাসাত পুজো কার্নিভাল! ছবিতে দেখে নিন সেলিব্রেশন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Durga Puja Carnival : ছৌঁ থেকে আদিবাসী ঢাকের তাল, জেলা সদর শহর বারাসাতে হল ধামাকাদার পুজো কার্নিভাল। নিরাপত্তার জন্য বন্ধ রাখা হয়েছিল রাস্তা।
advertisement
1/6

জেলা সদর শহর বারাসাতে অনুষ্ঠিত হল এবারের দুর্গাপুজোর কার্নিভাল। প্রথমেই ছৌ নৃত্য, বাংলার ঢাক শিল্পের অনবদ্য উপস্থাপনা। তারপরেই একের পর এক প্রতিমা ও শোভাযাত্রা সহকারে চাপাডালি মোড়ের দিকে এগিয়ে আসে বারোয়ারী পুজো কমিটিগুলি। (ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
এদিন বারাসাতে প্রায় ১৩ টি সার্বজনীন দুর্গাপুজো কমিটি এই কারণে বেলা অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, পুলিশ সুপার প্রতীক্ষা ঝারকারিয়া সহ প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
3/6
রাজ্যের মন্ত্রী ও বিধায়ক রথীন ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বারাসাত মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধানরা সহ বিশিষ্ট ব্যক্তিরাও এদিন কার্নিভালের মঞ্চে উপস্থিত ছিলেন।
advertisement
4/6
পুরুলিয়ার ছৌঁ নাচ থেকে শুরু করে মহিলা ঢাকি ও আদিবাসী নৃত্য সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কাড়ে অতিথি থেকে দর্শনার্থীদের। এদিন বারাসাতসহ জেলার নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়ে ছিলেন এই কার্নিভাল দেখতে।
advertisement
5/6
নিরাপত্তার জন্য বন্ধ রাখা হয়েছিল জাতীয় সড়ক যশোর রোড, টাকি রোড সহ বারাসাতের গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার দু'ধারে ব্যারিকেড করে দেওয়া হয়। সেখানে দাঁড়িয়েই মানুষজন শোভাযাত্রা দেখেন।
advertisement
6/6
বিগত চার বছর ধরে এই কার্নিভাল জেলার মানুষের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এদিন নিরাপত্তার দায়িত্বে বারাসাত পুলিশ জেলার ৭৫০ জন পুলিশ কর্মী, একজন এডিশনাল এসপি সহ উচ্চপদস্থ কর্মীরা মোতায়েন ছিলেন। <strong>(ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাজনা, আলোয় ঝলমলে রাস্তাঘাট! চার বছরেই ‘সুপারহিট’ বারাসাত পুজো কার্নিভাল! ছবিতে দেখে নিন সেলিব্রেশন