আরও পড়ুন: পকেটে টাকার টানাটানি, ২০০ টাকারও কমে ঝটপট পৌঁছে যান দিঘায়, দারুণ ব্যবস্থা এই জেলাতে
তবে এবার অতি শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বলেই মনে করা হচ্ছে। পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জ সম্প্রতি ভাগীরথী নদীর ভাঙনের কবলে পড়ে। এতে রাতের ঘুম ছুটে যায় এখানকার নদী পাড়ের মানুষজনের। তারপরেই এই নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
advertisement
আরও পড়ুন: হাতে সময় নেই,ধেয়ে আসছে দামাল ঝোড়ো হাওয়া,কিছুক্ষনেই তুমুল ঝড়বৃষ্টি,আবহাওয়ার আবহাওয়ার আপডেট
পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রাণী এই বিষয়ে বলেন, “এখানে যে নদী ভাঙন হয়েছে সেটার জন্য ইরিগেশন বিভাগ টেন্ডার ডেকে দিয়েছে। ৭০০ মিটারের মত কাজ হবে। ওই কাজটা কোন কোন জায়গায় হবে সেটা দেখতে এসেছিলাম। আরও কী কী ভাবে ভাল কাজ করা যায় সেটা নিজে খতিয়ে দেখার জন্য এসেছিলাম।”
শুক্রবার নৌকায় চেপে জেলার বেশ কিছু এলাকার নদী বাঁধ পরিদর্শন করেন জেলাশাসক। এছাড়াও সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা মহাকুমা শাসক শুভম আগারওয়াল-সহ অন্যান্যরা। সূত্র মারফত জানা গিয়েছে খুব তাড়াতাড়ি এই কাজ শুরু করা হবে। নির্দিষ্ট এলাকার বাসিন্দারাও এই খবরে খুবই খুশি হয়েছেন। দীর্ঘদিন পর সমস্যার সমাধান হবে সেই আশাতেই দিন গুনছেন বহু মানুষ।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদরাও। তাঁদের মতে, নদী ভাঙন শুধু একটি প্রাকৃতিক সমস্যা নয়, এটি একটি বড় সামাজিক-অর্থনৈতিক সংকটও। তাই প্রশাসনের এই সক্রিয়তা যথেষ্ট প্রশংসনীয়।