তবে এই কনকনে ঠান্ডায় শীত থেকে বাঁচতে সন্ধে বেলায় ঘরে ঢুকে দরজা জানলা আটকে দিলেও রাস্তার ফুটপাতে বসে সারা রাত কাঁপছে সমাজের এক শ্ৰেণীর মানুষ । রাতের পর রাত কাঁপছে ঠান্ডায় বসে । তবে সে দিকে কারুর হুঁশ না থাকলেও তাঁদের কথা ভাবলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় । সারা দিনের সমস্ত কাজ সেরে শীতের রাতে ঠান্ডায় কম্বল নিয়ে জেলাশাসক নিজে পৌঁছে গেলেন বীরভূমের সিউড়ির রেলস্টেশনে ফুটপাতে থাকা মানুষের কাছে ।
advertisement
আরও পড়ুন : রাস্তায় নেমে দোকান বন্ধ করতে বাধ্য করল পুলিশ, কেন?
সেখানে গিয়ে তিনি কম্বলের সঙ্গে মাস্কও তুলে দিলেন তাঁদের সকলের হাতে । বীরভূম জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘ ঠান্ডা অনেক বাড়ছে । সেইসঙ্গে বেশ কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে বীরভূমে । ঠান্ডায় কষ্ট হচ্ছে ফুটপাতে থাকা মানুষদের । তাই কাজের মধ্যেও আমি কম্বল নিয়ে হাজির হলাম সিউড়ি রেল স্টেশনের ফুটপাতে । এই কনকনে ঠান্ডায় যাতে ফুটপাতবাসীরা একটু হলেও আরামে থাকতে পারেন, সেই কারণেই এই কম্বল দান ।’’
আরও পড়ুন : একদিনে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেল, উদ্বিগ্ন জেলা প্রশাসন
ফুটপাতে থাকা দুঃস্থ মানুষরা এই কনকনে শীতে জেলাশাসকের থেকে কম্বল উপহার পেয়ে দারুণ খুশি । কম্বল উপহার পাওয়ার পর দু’হাত তুলে আশীর্বাদ করেন জেলাশাসককে ।