মূলত প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের রাজ্য ও জাতীয় স্তরে জায়গা করে দিতেই এই তায়কোয়ান্দো প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সদস্য তুহিন কান্তি ঘোষ। বহু ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থাও করেন তারা। তাদের সহযোগিতায় রাজ্য ও জাতীয় স্তরের তায়কোয়ান্দো খেলোয়াড়রা এগিয়ে আসতে পারছে।
advertisement
এ বিষয়ে প্রতিযোগী প্রীতিলতা মহান্তি বলেন, ইতিপূর্বে তিনি দু’বার ন্যাশনাল খেলেছেন। ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে নিজের জায়গা করে নিতে নিজেকে প্রস্তুত করছেন তিনি। সমস্ত জায়গাতে পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করতে চান প্রীতিলতা।
এ বিষয়ে পুরুলিয়া জেলা তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কালি সূত্রধর বলেন, তাদের প্রচেষ্টা রয়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছেলে মেয়েদের প্রতিভাকে তুলে ধরা। তাই তারা বিভিন্ন জায়গাতেই বিনামূল্যে তায়কোয়ান্দো প্রশিক্ষণ দেন। তাদের কাছেই বিগত চার বছর থেকে প্রশিক্ষণ নিচ্ছেন প্রীতিলতা মহান্তি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নানান প্রতিকূলতাকে পার করে তিনি এগিয়ে যাচ্ছেন। তাই তারা আশা রাখছেন আগামী দিনে জেলার নাম উজ্জ্বল করবেন প্রীতিলতা। এইদিন সাব জুনিয়র বয়েজ গার্লস, জুনিয়ার বয়েজ গার্লস ,ক্যাডেট বয়েজ গার্লস ও সিনিয়র বয়েজ গার্লস সব গ্রুপেই খিরোগী অর্থাৎ ফাইট ও পুমস অর্থাৎ কাতা প্রতিযোগিতা হয়।





