আরও পড়ুন: সরকার টাকা দিচ্ছে না, গয়না বেচে মা-শিশুদের পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা!
গত বছরের ঘটনা থেকে শিক্ষা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। গতবছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে তীব্র যানজট হয়েছিল ডায়মন্ডহারবার রোডে। তীর্থযাত্রী বোঝাই বাস দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকার অভিযোগ উঠেছিল সেসময়। এ বছর তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে আগেভাগে ডায়মন্ডহারবার রোডের রাস্তার দু’ধার ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাস্তার দু’পাশে যাতে গাড়ি দাঁড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে বলা হয়েছে পুলিশকে। তবে তারপরও যানজট আটকানো যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে একাংশের মধ্যে। গঙ্গাসাগর মেলার দিন ক্রমশ এগিয়ে আসছে। নানান জায়গা থেকে পূণ্যার্থীরা শহরে আসতে শুরু করেছেন। একে একে সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকে। ফলে ডায়মন্ডহারবার রোডে ক্রমশই যানবাহনের চাপ বাড়ছে। ১০ জানুয়ারির পরে এই চাপ আরও বাড়বে ধরে নিয়েই সমস্ত পরিকল্পনা করছে প্রশাসন। আর সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই যান চলাচলে জারি করা হচ্ছে একাধিক বিধি নিষেধ।
নবাব মল্লিক