তমলুক মহকুমায় সেরা পুজো হয়েছে কোলাঘাটের অফিসার্স রিক্রিয়েশন ক্লাব, কাঁথি মহকুমায় রামনগর বাজার ব্যবসায়ী সমিতি, এগরা মহকুমায় টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব। তমলুক মহকুমা থেকে সেরা মণ্ডপের পুরস্কার পেয়েছে প্রতাপপুর দুর্গাপুজা কমিটি, তাম্রলিপ্ত সেবক সংঘ, হলদিয়া মহকুমা থেকে দুর্গাচক মিলন সংঘ। তমলুক মহকুমা থেকে সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কাঁথি মহকুমা থেকে ধনদিঘী দক্ষিণাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব সমিতি, হলদিয়া মহকুমা থেকে মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা। এছাড়াও সেরা সমাজ সচেতনতার পুরস্কার পেয়েছে তমলুকের আমগেছিয়া দুর্গোৎসব কমিটি, হলদিয়ার নিউ স্টার এবং কাঁথির ইউথ গিল্ড। সকল সেরা পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে এদিন।
advertisement
আরও পড়ুনঃ দেবীর পুজো কীভাবে সম্ভব! ফুলের বাজারে আগুন ছুটছে, হাত দিলেই লাগছে ছ্যাঁকা, মাথায় হাত কমিটিগুলোর
বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়ার পর পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী বলেন, ‘এবছর পুজোয় প্রাকৃতিক দুর্যোগের সম্ভবনা রয়েছে। তাই আমরা সকল পুজো কমিটিকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছি। পুজো যাতে সবার ভাল কাটে সে বিষয়ে পুজো উদ্যোক্তাদেরও মাথায় রাখতে হবে। পুজোর আয়োজনে ডিজে বক্সের ব্যবহার কেউ যাতে না করে, সেই আবেদন পুজো কমিটিগুলির কাছে রাখা হয়েছে। এর পাশাপাশি রাস্তার ওপর বড় বড় গেট রয়েছে। সেগুলি যাতে বাতাসে পড়ে না যায় পুজো উদ্যোক্তাদের সেদিকে নজর রাখতে হবে, যাতে কোন বিপদ না হয়’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব মেদিনীপুর জেলায় চারটি মহাকুমার বিভিন্ন পুজো কমিটিগুলোকে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হল। পুরস্কার তুলে দিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার-সহ আধিকারিকদের উপস্থিতিতে। জেলা পুলিশ সুপার জেলা জুড়ে দুর্গাপূজায় কোথাও ডিজে বক্স ব্যবহার হলে কড়া ব্যবস্থা গ্রহণের কথা জানান। সব মিলিয়ে দুর্গাপুজো যাতে সবার আনন্দে কাটে সেদিকে নজর রেখেছে পুলিশ থেকে সাধারণ প্রশাসন।