TRENDING:

দুর্গাপুজোয় মানবিক উদ্যোগ! মণ্ডপ থেকে যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্য বিতরণ, প্রধানমন্ত্রী টিবি মুক্ত অভিযানে সামিল 'এই' ক্লাব

Last Updated:

Nutritious Food to Tuberculosis Patients: পুজোর খুশি যাতে সবার বাড়ি বাড়ি পৌঁছে যায় সেই উদ্যোগই দেখাল কোলাঘাটে সংকেত এবং ছাত্র সংঘ দুর্গাপুজো কমিটি। দুর্গাপুজোর মণ্ডপ থেকে এলাকার যক্ষ্মা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য বিতরণ করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলাঘাট, সৈকত শী: বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানে আপামার বাঙালি মেতে উঠেন খুশিতে। পুজোর খুশি যাতে সবার বাড়ি বাড়ি পৌঁছে যায় সেই উদ্যোগই দেখাল এক পুজো কমিটি। দুর্গাপুজোর মণ্ডপ থেকে এলাকার যক্ষ্মা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য বিতরণ করা হল। কোলাঘাটে সংকেত এবং ছাত্র সংঘ আয়োজিত দুর্গোৎসবের প্রাঙ্গণ হতে সারা কোলাঘাট ব্লকের সরকারীভাবে চিকিৎসাধীন যক্ষ্মা রোগীদের জন্য একমাসের পুষ্টিকর খাদ্য বিতরণ করা হল। এই সংকেত ক্লাবের সঙ্গে জেলা স্বাস্থ্য দফতরের এই মর্মে মৌ স্বাক্ষর হয়েছে যে, এই বছর পুজোর মাস থেকে ২০২৬ সালের পুজোর মাস পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের সরকারীভাবে চিকিৎসাধীন যক্ষ্মা রোগীদের পুষ্টি খাদ্য বিতরণ করা হবে সংস্থার উদ্যোগে।
advertisement

জেলা জুড়ে যক্ষ্মা রোগ দূর করতে একাধিক উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। যক্ষ্মা আক্রান্ত এলাকাকে চিহ্নিত করে বাড়তি গুরুত্ব দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। এর পাশাপাশি জেলার যক্ষ্মা রোগীদের সারা বছরই পুষ্টিকর খাদ্য তুলে দিতে জাতীয় নিক্ষয় মিত্র কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে কোন সংস্থা বা কোন ক্লাব এলাকার যক্ষা রোগীদের প্রতি মাসে পুষ্টিকর খাবার দাবার তুলে দেবে। কোলাঘাটে সংকেত এবং ছাত্র সংঘ দুর্গাপুজো কমিটি জাতীয় নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে পুজো মণ্ডপ থেকেই কোলাঘাট এলাকার যক্ষ্মা রোগ আক্রান্তদের পরিবারের হাতে এক মাসের পুষ্টিকর খাদ্য তুলে দিল।

advertisement

আরও পড়ুনঃ বাঙালি শিল্পীদের গড়া আস্ত মহাভারতের দরবার! বিশালাকার ময়ূর তোরণ! মণ্ডপে পা দিলে পৌঁছে যাবেন পাণ্ডব-কৌরবদের যুগে, কোথায় হয়েছে জানেন?

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিভাস রায়, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সাম্বা ভৌমিক ও জেলার ডিটিও ডাঃ শুভব্রত বাগ-সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পুজো কমিটির অন্যতম সদস্য ডাঃ শ্যামল আদক জানিয়েছেন, ‘এই খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে সর্ষের তেল, মুসুর ডাল, ছোলা, সোয়াবিন ডিম, সুজি, খেজুর ইত্যাদি। আমরা সংস্থার উদ্যোগে সারা বছর ধরে আর্ত দুঃস্থদের সেবায় যে বহুমুখী কর্মসূচি বাস্তবায়িত করার চেষ্টা করি। তারই অঙ্গ স্বরূপ আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। পুজোর সব কিছু বজায় রেখেই আমরা এ বছর থেকে আগামী বছর পুজোর মাস পর্যন্ত জেলা স্বাস্থ্য দফতরের তালিকা ও পরামর্শ মত এই পুষ্টি খাদ্য বিতরণ করার চেষ্টা করব।’

advertisement

আরও পড়ুনঃ পড়াশোনা সামলে শিল্পচর্চা! টাকির কলেজ পড়ুয়ার গড়া প্রতিমা শোভা পাবে জেলার নানা মণ্ডপে, কোন কৌশল শিখেছেন ইউটিউবে?

জেলা স্বাস্থ্য দফতরের মূখ্য আধিকারিক ডাঃ বিভাস ভৌমিক এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। উৎসবের ক’দিন এই প্রাঙ্গণে বাল্য বিবাহ প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধে, পণ প্রথার বিরুদ্ধে, প্লাস্টিক দূষণ রোধে, পথ নিরাপত্তা নিয়ে কুইজ, বসে আঁকো, পদযাত্রা, সেমিনার, বক্তব্য প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

দুর্গাপুজো মানেই প্রতিমা ও মণ্ডপে থিম চমকে অন্য পুজো কমিটিকে টেক্কা দেওয়া নয়, দুর্গাপুজো মানে আরও এক ধরনের সামাজিক দায়িত্ব। তারই বাস্তব রূপ তুলে ধরার প্রয়াস এই পুজো কমিটির। আর তাই দুর্গাপুজোর মণ্ডপ থেকে বিতরণ করা হল যক্ষ্মা রোগীদের জন্য পুষ্টিকর খাবার দাবার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুজোয় মানবিক উদ্যোগ! মণ্ডপ থেকে যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্য বিতরণ, প্রধানমন্ত্রী টিবি মুক্ত অভিযানে সামিল 'এই' ক্লাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল