আরও পড়ুন: জমা জলে অতিষ্ঠ শহর থেকে গ্রাম! হাঁটু জল পেরিয়েই যাতায়াত
সেই দুর্যোগ প্রতি বছর তারা কাটিয়ে উঠে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসে। আর তাই এভাবে বারে বার সুন্দরবনের বুকে দুর্যোগের কারণে।নদীর ধারে বাস করা প্রায় শতাধিক পরিবারের মানুষজন আতঙ্কে তারা মাঝেমধ্যেই নদীর বাঁধে পাহারায় বেরিয়ে পড়ে। যাতে কোনভাবেই এই নদী বাঁধ রক্ষা করা যাবে তো প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে ম্যানগ্রোভ নদীরবাঁধ নদীর চর রক্ষা করে, আর সেখানেই ম্যানগ্রোভ মাটির ধসের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে নদীতে। সেই আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে সুন্দরবন এলাকার এই সমস্ত মানুষকে। আতঙ্কিত এলাকার মানুষ। দেখা গেল প্রায় এক বিঘা নদীর চর নদী গর্ভে তলিয়ে গেছে সঙ্গে গিয়েছে ম্যানগ্রোভ। এইভাবে ভাঙতে থাকলে আর কয়েক দিনের মধ্যে নদী বাঁধ তলিয়ে যাবে এমনই আশঙ্কা এলাকাবাসীর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা