আরও পড়ুন: ‘পুলিশ নয়, যেন ভগবান’! হঠাৎ আদিবাসী বৃদ্ধার সার্টিফিকেট, কিন্তু কেন?
দীপান্বেষ দাস বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ছেন। বর্ধমান শহরের বুকেই তাঁর বেড়ে ওঠা। ছোট থেকে খেলাধুলার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল। তাই বক্সিং ক্লাবে নিয়মিত অনুশীলন করতেন। সেখান থেকেই পা রাখেন কিক বক্সিংয়ের জগতে। ২১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চণ্ডিগড়ের সাভাতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আন্তর্জাতিক সাভাতে চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর আয়োজন করা হয়। প্রায় ৩০০ জন প্রতিযোগী এই অংশগ্রহণ করেছিলেন। মধ্যেপশ্চিমবঙ্গ থেকে দীপান্বেষ ছাড়াও আরও বেশ কয়েকজন ছিলেন। তবে সবচেয়ে চোখ ধাঁধানো সাফল্য এসেছে তাঁরই। আন্ডার ৭৫ কেজি বডি ওয়েটে জোড়া স্বর্ণ পদক জিতে তাক লাগিয়ে দিয়েছেন এই বাঙালি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দীপান্বেষ সাউথ এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপ এবং সাভাতে ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কাপ মিলিয়ে দুটি স্বর্ণপদক জিতেছেন। এই সাফল্যে খুশির হাওয়া পরিবারে। অবশ্য দীপান্বেষ এর আগেও আন্তর্জাতিক স্তরে পুরস্কার জিতেছেন। ইতিমধ্যেই নিজের একটি কোচিং সেন্টারও খুলেছেন। যেখানে অনেককে তিনি সাভাতে শেখান।
বনোয়ারীলাল চৌধুরী






