এদিন দিলীপ ঘোষকে মমতা ঘনিষ্ঠতা, রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “যারা এইসব বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ওরকমই। এদের অনেকে আমার পিছনে ঘুরঘুর করত। ১-২ লক্ষ টাকার জন্য ঘুরত। কেউ আমার বিশেষজ্ঞ হয়ে গেছিল। কেউ আমার উপদেষ্টা হয়ে গেছিল। আবার জামা পাল্টে এখন আমাকে উপদেশ দিচ্ছেন, এরা সব অন্ন দাস। আর দিলীপ ঘোষ বুক ফুলিয়ে ঘুরবে।”
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত, দ্বিতীয়-তৃতীয় স্থানে কারা? কী হতে চায় ৪ পড়ুয়া? জানুন
তিনি আরও বলেন, “কারণ দিলীপ ঘোষ কারও সঙ্গে অ্যাডজাস্ট করে চলে না। যারা এখন টিভিতে কথা শুনছেন, তাদের সবাইকে চ্যালেঞ্জ করছি, পারলে প্রমান দিন দিলীপ ঘোষ কখনও কোনওদিন কোনও তৃণমূল নেতাকে ফোন করেছে। তারা দরকার হলে দিলীপ ঘোষকে ফোন করেছে। কেউ বলতে পারবে না আমি কোনও অ্যাপসের মাধ্যমে গোপনে ফোন করেছি বা রাতে কালীঘাটের বাড়ি গিয়েছি। দিলীপ ঘোষ লড়াই করেছিল। লড়াই করবে। দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে।”





