TRENDING:

Dilip Ghosh: ছাত্র পড়াতেই ব্যস্ত টেট তালিকায় থাকা দিলীপ ঘোষ, বিতর্কে জড়াতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি করেছেন, রাজনৈতিক নেতাদের নামের সঙ্গে প্রার্থীদের নাম মিলে যাওয়ার বিষয়টি নিতান্তই কাকতালীয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অর্পণ মণ্ডল এবং প্রিয়ব্রত গোস্বামী:  ২০১৪ সালের টেট উত্তীর্ণদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করে হাইকোর্টে জমা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ কিন্তু সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীর মতো রাজনৈতিক নেতাদের নাম থাকায় শুরু হয় বিতর্ক৷ তালিকায় নাম ছিল দিলীপ ঘোষেরও৷ তাও একবার নয়, দু' বার৷
বারুইপুরের বাড়িতে টেট উত্তীর্ণ দিলীপ ঘোষ৷
বারুইপুরের বাড়িতে টেট উত্তীর্ণ দিলীপ ঘোষ৷
advertisement

এই দুই দিলীপ ঘোষের একজনের খোঁজ অবশ্য মিলল দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে৷ বারুইপুরের কল্যাণপুরের বাসিন্দা দিলীপ ঘোষ শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়েই ২০১৪ সালের টেট পরীক্ষায় বসেছিলেন৷ উত্তীর্ণ হলেও এখনও চাকরি মেলেনি৷ দিলীপ বাবু অবশ্য শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন৷ বাড়িতেই প্রাইভেট টিউশন পড়ান তিনি৷

আরও পড়ুন: কড়া নির্দেশ হাইকোর্টের, উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ

advertisement

সোমবার সন্ধ্যায় যখন দিলীপ বাবুর বাড়িতে পৌঁছনো গেল, তখনও তিনি ছাত্র পড়াতেই ব্যস্ত৷ যদিও নাম বিতর্কের কথা জানতেন না তিনি৷ জটিলতা কাটিয়ে চাকরি পাবেন, এই আশাতেই এখনও রয়েছেন দিলীপবাবু৷

আরও পড়ুন: ‘আমার জন্মও মাটির বাড়িতে’, আদিবাসী গ্রামের বাসিন্দাদের খোঁজ নিয়ে বললেন মমতা

একা দিলীপ ঘোষ নয়, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকায় নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও৷ যদিও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বাঁকুড়ার কেশিয়াকুল গ্রামে৷ তবে বিতর্কের আঁচ পেয়েই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি করেছেন, রাজনৈতিক নেতাদের নামের সঙ্গে প্রার্থীদের নাম মিলে যাওয়ার বিষয়টি নিতান্তই কাকতালীয়৷ এমন কি, ওই তালিকায় থাকা কয়েকজন প্রার্থীর সঙ্গে খোদ পর্ষদ সভাপতি গৌতম পালের নামও রয়েছে!

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: ছাত্র পড়াতেই ব্যস্ত টেট তালিকায় থাকা দিলীপ ঘোষ, বিতর্কে জড়াতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল