TRENDING:

Dilip Ghosh: দখল করেছেন তুষারকান্তি ঘোষ, থাকেন দিলীপ ঘোষ! বাংলায় রেলের বাংলো নিয়ে শোরগোল, জরিমানাও

Last Updated:

Dilip Ghosh: দিলীপের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ। বাংলো ছাড়ার বিজ্ঞপ্তি রেলের। দিতে হবে জরিমানা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: কিছুদিনে আগেই কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন, দিলীপ ঘোষ জোর করে রেল বাংলো দখল করে রেখেছেন। এই বাংলো অবিলম্বে ছাড়তে হবে। খড়গপুরে রেলের সেই ‘৬৭৭’ নং বাংলো জবরদখল করে রাখার অভিযোগ! প্যাসেঞ্জার সার্ভিস কমিটির প্রাক্তন সদস্যকে নোটিশ ধরালো রেল।
দিলীপকে বাংলো খালি করার নির্দেশ
দিলীপকে বাংলো খালি করার নির্দেশ
advertisement

খড়গপুর শহরের সাউথ সাইড এলাকায় অবস্থিত রেলের ৬৭৭নং বাংলো জবরদখল করে রাখার অভিযোগ। গত ৫ বছর ধরে ওই বাংলো সম্পূর্ণ অবৈধভাবে দখল করে রেখেছেন বলে অভিযোগ খড়্গপুর ডিভিশনের প্যাসেঞ্জার সার্ভিস কমিটির প্রাক্তন সদস্য তুষারকান্তি ঘোষের বিরুদ্ধেই! অভিযোগ, ২০২০ সালের মার্চ মাসেই ওই বাংলোতে থাকার মেয়াদ শেষ হয়েছে। তা সত্ত্বেও বাংলোতে থাকেন তাঁর বন্ধু তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

advertisement

রেলের নোটিশ

আরও পড়ুন: ‘যোগ্য কারা-অযোগ্যই বা কারা, তালিকা আছে SSC-CBI উভয়ের কাছেই’, যোগ্যদের বার্তা শিক্ষামন্ত্রীর

দিলীপ ২০১৭ সাল থেকেই ওই বাংলোতে থাকেন। বন্ধু তুষারকান্তি ঘোষ তাঁকে এই বাংলো ব্যবহারের অনুমতি দিয়েছেন বলেও দাবি তাঁর। যদিও, ২০২০ সালের ৩১ মার্চের পর তুষারকান্তি ঘোষ কিংবা কারো নামেই ওই ৬৭৭ নং বাংলো বরাদ্দ বা অ্যালটমেন্ট হয়নি বলে একটি আরটিআই-র জবাবে জানায় রেল। গত ৪ এপ্রিল (শুক্রবার) এই বিষয়টিই প্রকাশ্যে আসে তৃণমূল নেতা দেবাশিস চৌধুরীর করা একটি আরটিআই-র জবাবের মধ্য দিয়ে। তারপরই তৈরি হয় বিতর্ক!

advertisement

আরও পড়ুন: ‘ব্যাগে তল্লাশি চালানো হবে’, ক্লাস ৮-৯-এর ছাত্রদের ব্যাগ থেকে যা যা উদ্ধার হল ভাবতে পারবেন না! শেষে পুলিশ ডাকতে হল, কোথায়?

যদিও, ওই দিনই ডিআরএম কে.আর চৌধুরী জানিয়েছিলেন, “আইনি পদক্ষেপ নেওয়া হবে।” অবশেষে তা নেওয়া হল! খড়গপুর ডিভিশনের এস্টেট অফিস অ্যান্ড কোর্টের তরফে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২০ সালের ৩১ মার্চের পর থেকে সম্পূর্ণ অবৈধভাবে ওই বাংলো দখল করে আছেন প্যাসেঞ্জার সার্ভিস কমিটির প্রাক্তন সদস্য তুষারকান্তি ঘোষ। এদিন এই প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, শুধু বাংলো খালি করার নির্দেশ দিলে হবে না। বাংলো জবরদখল করে রাখার পেনাল্টি চার্জ আদায় করতে হবে। জবরদখল জরিমানা নিতে হবে। দক্ষিণ পূর্ব রেলকে জানানো হবে এই বিষয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ট্রেন, ফ্লাইট বুকিং করার দরকার নেই! রামেশ্বরম দর্শন হোক ঘরের কাছে! কোথায় রয়েছে এই সুযোগ?
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: দখল করেছেন তুষারকান্তি ঘোষ, থাকেন দিলীপ ঘোষ! বাংলায় রেলের বাংলো নিয়ে শোরগোল, জরিমানাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল