মঙ্গলবার দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল হরিহরপাড়ার রাজ্যসড়কে। ট্যাংরামারি এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাস ও পণ্যবাহী গাড়ির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত বাসের জানলা দিয়ে হাত বের করেছিলেন কয়েকজন যাত্রী। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা পণ্যবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। মুহূর্তের মধ্যে এক যাত্রীর হাত কেটে পড়ে যায় রাস্তায়।
advertisement
এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন যুবক। তাদের মধ্যে হাত কেটে যায় মানিক মণ্ডল (৩০), বাড়ি গরীবপুর ফরাজি পাড়ায়। এছাড়াও এই ঘটনায় গুরুতর জখম হয় আরও দুই যাত্রী আলামিন হক (২৮), বাড়ি বেলডাঙা, এবং সান্তনা হালদার (৭২), বাড়ি দোগাছি এলাকায়।
দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তিনজনকেই স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসের দ্রুত গতি থাকার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসের বাইরে হাত রাখার কারণেই হাত কেটে বাদ যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজ্যসড়কে প্রতিনিয়ত দ্রুতগতিতে গাড়ি চলাচল করছে, এই দুর্ঘটনার পর এলাকায় নেমে এসেছে আতঙ্কের ছায়া।