সোমবার সন্ধ্যা থেকেই তৃণমূল কংগ্রেসের লেটার হেডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নকল সই করা একটি চিঠির ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ এর কিছুক্ষণের মধ্যেই ওই চিঠি দেখিয়ে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি৷ অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নকল সই সমেত ওই চিঠি দেখিয়েই তাঁর থেকে ৫ লক্ষ টাকা আদায় করেন ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস ঘোষ৷ ওই চিঠিতে লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘাটাল পুরসভার চেয়ারম্যান করা হয়েছে বিভাসবাবুকে৷ যদিও ওই চিঠি ভুয়ো বলেই দাবি তৃণমূল নেতৃত্বের৷
advertisement
এই অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ৷ আজই তাঁকে আদালতে তোলা হয়৷ পুলিশ জানিয়েছে, বিভাসবাবুর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷
তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারির পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷ এলাকার বিজেপি এবং সিপিএম নেতাদের অভিযোগ, ঘাটালের বহু তৃণমূল নেতাই চাকরি পাইয়ে দেওয়া, সরকারি বাড়ির টাকা পাইয়ে দেওয়া, রাস্তা তৈরির বরাত পাইয়ে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের থেকে টাকা তুলেছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে৷ যদিও রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, দলের কেউ অন্যায় করে থাকলে তৃণমূল কংগ্রেস তাঁকে আড়াল করে না৷ বিষয়টি নজরে আসার পরই ঘাটালের ওই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷