Kali Puja 2025 : খনি শহরে এবার দক্ষিণী হাওয়া, শ্যামার আরাধনায় বড় চমক বার্নপুরে! ট্রেন, ফ্লাইটের বুকিং ছাড়া দেখুন আসুন রামেশ্বরম

Last Updated:

Kali Puja 2025 : রামেশ্বরম মন্দির দেখতে ছুটে হবে না সুদূর দক্ষিণ ভারতে। এবার সুযোগ ঘরের কাছেই। আসানসোলে প্রায় ৮ লক্ষ টাকা খরচ করে ফুটিয়ে তোলা হচ্ছে এই মন্দিরের আদলে মণ্ডপ।

+
রামেশ্বরম

রামেশ্বরম মন্দির 

বার্নপুর, আসানসোল, রিন্টু পাঁজা : দুর্গা পুজো শেষে বাঙালির মনে হয় যেন একটু দূরে কোথাও কোনও জায়গা থেকে ঘুরে আসি। যার ফলে ঘুরতে যাওয়ার জন্য একটি প্ল্যানিং বা প্রস্তুতি করা হয় অনেকের। কেউবা যান দার্জিলিং, রাজস্থান কেউ আবার দক্ষিণ ভারত। তবে সেই দক্ষিণ ভারতের মন্দির যদি হাতের নাগালে বাড়ির কাছাকাছি জায়গায় পাওয়া যায়, তাহলে বিষয়টা কেমন হয়? নিশ্চয় ব্যাপারটা জমে ওঠে। হ্যাঁ এবার আসানসোলে বসে পেয়ে যাবেন দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির।
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির। এটি একটি ভারতের নামকরা ও বিখ্যাত মন্দির। এই মন্দির দেখতে প্রায় প্রত্যেকদিন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হাজার হাজার ভক্ত ছুটে আসেন। কিন্তু কষ্ট করে আপনাকে আর এত দূরে যেতে হবে না। তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে শ্যামা পুজোর মণ্ডপ। যা দেখলেই আপনার মন, প্রায় জুড়িয়ে যাবে।
advertisement
advertisement
বার্নপুর বিবেকানন্দ ক্লাবের পুজো উদ্যোক্তা রানা দাস বলেন, আমাদের বার্নপুর হাসপাতাল রোডের এই পুজো সকলের মধ্যে একটা নজির সৃষ্টি হয়েছে। এবারও তার অন্যথা হবে না। বিগত বছরগুলির মত এ বছরে দর্শনার্থীদের সংখ্যা বাড়বে। আমাদের এই পুজোর মণ্ডপটা সকলের ভাল লাগবে। বার্নপুর হাসপাতাল রোডে রয়েছে বিবেকানন্দ ক্লাব। এই ক্লাবটি বার্নপুরের মধ্যে পুরনো ও প্রসিদ্ধ ক্লাব। এবারে এই ক্লাব ৭৮ তম বর্ষে পদার্পন করল। প্রত্যেক বছরই তারা নিত্য নতুন থিমের ভাবনায় ফুটিয়ে তুলে পুজোর মণ্ডপ। এবারও তারা ভেবেছে একটু অন্যরকম ভাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ৮ লক্ষ টাকা বাজেটে দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দিরের আদলে শ্যামা পুজোর মণ্ডপ তৈরি করা হচ্ছে এখানে। দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়েছে তাদের এই কাজ। উদ্বোধন হবে ১৯ তারিখে। স্থানীয় সুদক্ষ কারিগর নিয়ে সমগ্র মণ্ডপটি কাঠ, বাঁশ, বাটামের বিভিন্ন কাজ করে নকশা তৈরি করা হচ্ছে। থাকছে ফোমের ওপরে বিভিন্ন কারুকার্য। যা একরকম অপরূপ করে তুলবে এই মণ্ডপকে। এখানে গেলে আপনি পৌঁছে যাবেন দক্ষিণ ভারতে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : খনি শহরে এবার দক্ষিণী হাওয়া, শ্যামার আরাধনায় বড় চমক বার্নপুরে! ট্রেন, ফ্লাইটের বুকিং ছাড়া দেখুন আসুন রামেশ্বরম
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement