কাঁথি: এবার শুভেন্দু অধিকারীর পাড়ায় দিলীপ ঘোষ। কাঁথি শহরে গণেশ পুজো উদ্বোধনে হাজির হলেন দিলীপ ঘোষ। কাঁথি ৮ নম্বর ওয়ার্ডে নবতরণ সংঘে গণেশ পুজোর উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি কাঁথির অযোধ্যাপুরে একটি চা চক্রে অংশগ্রহণ করেন তিনি। কর্মসূচি থেকে স্থানীয় বাসিন্দাদের শুভেচ্ছা জানান।
এদিকে, প্রায় ওই একই সময় নন্দীগ্রামে ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেও গণেশ পুজোর উদ্বোধন করেন তিনি। তাঁর কথায়, “রাজ্য শেষ হয়ে গেছে। কোনও শিক্ষা নেই, কোনও শিল্প নেই, কন্যার সুরক্ষা নেই, রাজ্য একদম শেষ।”
advertisement
হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ৬৮০০৮ কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে। আর যে কটা আছে ডুগ ডুক করে চলছে, সেগুলো বন্ধ করে দিলে ঝামেলা মিটে যাবে।”
পরিযায়ী শ্রমিকদের ৫০০০ টাকা ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ”পাঁচ হাজার টাকায় কী হবে। আপনার বাচ্চা স্কুলে যায় তার পিছনেই তো ৫০০০ টাকা দেয়। সাড়ে তিন হাজার টাকা চালের কুইন্টাল। মোটা চালের কুইন্টাল। চাকরি দিয়ে দেন না, আপনার হাতে গ্রুপ ডি আছে। সব পরিযায়ী শ্রমিককে ডেকে চাকরি দিয়ে দিন। আমরা ওয়েলকাম করব।”