আরও পড়ুন: আচরণ বদলে তিস্তার পাড়েই দিনের পর দিন দাঁড়িয়ে, মাথাব্যাথা বাড়াচ্ছে হাতি
সোমবার নিজের লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ খোল-কর্তাল সহযোগে কীর্তনে অংশ নেন। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মেদিনীপুরের বালাজি মন্দিরে পুজো-অর্চনার আয়োজন ছিল। সেখানে উপস্থিত থেকে ২৭ কেজি ঘিয়ের প্রদীপ জ্বালান দিলীপ। বৃহৎ তিন ফুটের মাটির প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে যোগ দেন তিনি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগেই সাংসদ মাঙ্গলিক প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন। সারাদেশ মেতে ওঠে রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসবে। সোমবার সেই উপলক্ষে খড়গপুরের ২০ নম্বর ওয়ার্ড এলাকায় বালাজি মন্দিরে পুজোপাঠ, উৎসবের আয়োজন করা হয়। পরে শহরের ধোবি ঘাট এলাকায় শিব মন্দিরে পুজো দেন। সেখানেও সাংসদকে ধর্মীয় আচার মানতে দেখা গিয়েছে। সঙ্গে রামনাম ও সংকীর্তনে যোগ দেন দিলীপ। এছাড়াও সারা দিন নানান কর্মসূচিতে ছিলেন সাংসদ।
রঞ্জন চন্দ