এবার সেই ঘটনার পাল্টা 'প্রতিক্রিয়া' এল তৃণমূলের তরফে। পুরভোটের প্রচারে মধ্যমগ্রামে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁর সামনে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। মধ্যমগ্রাম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ইন্দ্রানী সাহা দেবনাথের প্রচার সেরে ফেরার সময় দিলীপ ঘোষের কনভয়ে সামনে জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, দুধের প্যাকেট প্যাকেট ফেলে দুধ থেকে সোনা পাওয়া গেছে বলেও তৃণমূল কর্মী সমর্থকরা কটাক্ষ করেন বিজেপি নেতাকে। দিলীপ ঘোষ অবশ্য সৌজন্যের রাজনীতি দেখান সেখানে। সৌজন্য বিনিময়ের কারণেই তৃণমূল কর্মীদের দিকে হাত বাড়িয়ে, হাত উচিয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষ।
advertisement
আরও পড়ুন: গরুর পেটে মিলল সোনা, দেগঙ্গায় বিক্রি হল ৫০ হাজারে! সত্যি হল দিলীপ ঘোষের দাবি?
পুর নির্বাচনের মধ্যমগ্রামে দলীয় প্রার্থীদের প্রচারে যান বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রথমেই মধ্যমগ্রাম আরতি সিনেমা হল সংলগ্ন এলাকায় আসেন দিলীপ ঘোষ। সেখানে মধ্যমগ্রাম পুরসভার ১৮,১৯ ও ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের নির্দল প্রার্থীদের নিয়ে সরব হন।
আরও পড়ুন: ফিরহাদ হাকিমের গাড়ির সামনে আহত টোটো চালক! মন্ত্রী যা করলেন, অবাক সকলে
রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, বিরোধীদের থানায় ডাকা হচ্ছে, চমকানো হচ্ছে, যেন তারা প্রচার না করতে পারে। তোলাবাজি লুটপাটের রাজনীতি চলছে,পুরোপুরি পুলিশ দিয়ে নির্বাচন জেতার চেষ্টা করছে শাসক দল। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই, আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।''