TRENDING:

Dilip Ghosh: দুধের প্যাকেট থেকে বেরোল সোনার আংটি? তৃণমূলীদের সামনে পেয়েই যা করলেন দিলীপ ঘোষ...

Last Updated:

Dilip Ghosh: পুরভোটের প্রচারে মধ্যমগ্রামে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁর সামনে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখাল তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মধ্যমগ্রাম: সম্প্রতি উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার গোবর্ধনপুরে গরুর মূত্র এবং গোবর থেকে সোনা (Gold in Cow Dung) জাতীয় ধাতব বস্তুর খোঁজ মিলেছে বলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল৷ এমনকী, পঞ্চাশ হাজার টাকায় এক স্বর্ণ ব্যবসায়ী সোনা বলে দাবি করা ওই ছোট ছোট ধাতব বস্তুগুলি কিনেও নিয়েছিলেন৷ আর তারপরই নজর ঘুরে গিয়েছিল বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দিকে। কারণে গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্ব তাঁর মুখেই প্রথম শোনা দিয়েছিল। দেগঙ্গার ঘটনার পরও নিজের তত্ত্বেই অনড় তিনি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া ছিল, ''যারা গোমূত্র-সোনার মূল্য বোঝেন না তাঁরা অনেক সমালোচনা করেছিল। কিন্তু, পৃথিবীতে বিজ্ঞান নিয়ে অনেক গবেষণা হচ্ছে। তাতে অনেক তথ্য এসেছে। সেগুলি খুঁজে দেখা উচিত। কিছু মানুষ না জেনে হাসাহাসি করেন, তাদের দেখলে তাঁর দয়া হয়।"
ফাইল চিত্র
ফাইল চিত্র
advertisement

এবার সেই ঘটনার পাল্টা 'প্রতিক্রিয়া' এল তৃণমূলের তরফে। পুরভোটের প্রচারে মধ্যমগ্রামে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁর সামনে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। মধ্যমগ্রাম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ইন্দ্রানী সাহা দেবনাথের প্রচার সেরে ফেরার সময় দিলীপ ঘোষের কনভয়ে সামনে জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, দুধের প্যাকেট প্যাকেট ফেলে দুধ থেকে সোনা পাওয়া গেছে বলেও তৃণমূল কর্মী সমর্থকরা কটাক্ষ করেন বিজেপি নেতাকে। দিলীপ ঘোষ অবশ্য সৌজন্যের রাজনীতি দেখান সেখানে। সৌজন্য বিনিময়ের কারণেই তৃণমূল কর্মীদের দিকে হাত বাড়িয়ে, হাত উচিয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষ।

advertisement

আরও পড়ুন: গরুর পেটে মিলল সোনা, দেগঙ্গায় বিক্রি হল ৫০ হাজারে! সত্যি হল দিলীপ ঘোষের দাবি?

পুর নির্বাচনের মধ্যমগ্রামে দলীয় প্রার্থীদের প্রচারে যান বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রথমেই মধ্যমগ্রাম আরতি সিনেমা হল সংলগ্ন এলাকায় আসেন দিলীপ ঘোষ। সেখানে মধ্যমগ্রাম পুরসভার ১৮,১৯ ও ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের নির্দল প্রার্থীদের নিয়ে সরব হন।

advertisement

আরও পড়ুন: ফিরহাদ হাকিমের গাড়ির সামনে আহত টোটো চালক! মন্ত্রী যা করলেন, অবাক সকলে

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরে 'এই' জায়গার মোয়া মানেই এখন ল্যাব-টেস্টেড, দোকানেই আস্ত পরীক্ষাগার! বাজারে তোলপাড়
আরও দেখুন

রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, বিরোধীদের থানায় ডাকা হচ্ছে, চমকানো হচ্ছে, যেন তারা প্রচার না করতে পারে। তোলাবাজি লুটপাটের রাজনীতি চলছে,পুরোপুরি পুলিশ দিয়ে নির্বাচন জেতার চেষ্টা করছে শাসক দল। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই, আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।''

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: দুধের প্যাকেট থেকে বেরোল সোনার আংটি? তৃণমূলীদের সামনে পেয়েই যা করলেন দিলীপ ঘোষ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল