TRENDING:

Dilip Ghosh: 'পুলিশ খুঁজলে সব ধরা পড়বে', কীসের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ? তুঙ্গে শোরগোল

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, ''রোজই বোম পড়ছে, রোজই গুলি চলছে, এখানকার যারা চোর ডাকাত তারাই টিএমসি পার্টির নেতা, সরকারের ক্ষমতা নেই ওদের কন্ট্রোল করার।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#খড়গপুর: সাত সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে তৃণমূল তথা রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার চা চক্রের পাশাপাশি খড়গপুর স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা জানার চেষ্টা করেন।
দিলীপ ঘোষের আক্রমণ
দিলীপ ঘোষের আক্রমণ
advertisement

সেখানে তিনি বলেন, ''রোজই বোম পড়ছে, রোজই গুলি চলছে, এখানকার যারা চোর ডাকাত তারাই টিএমসি পার্টির নেতা, সরকারের ক্ষমতা নেই ওদের কন্ট্রোল করার।'' তৃণমূল নেতা খুন প্রসঙ্গে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির সংযোজন, ''টাকা দিয়ে পার্টির পদ নিয়ে নিয়েছে দুষ্কৃতকারী তৃণমূল নেতারা। পুলিশ খুঁজলে সব ধরা পড়বে। সোনা চুরি মামলায় তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার প্রসঙ্গে মন্তব্য করলেন তিনি।

advertisement

আরও পড়ুন: 'সংবিধান রক্ষার' গুরুত্ব বোঝাবেন মমতা, বলবেন শুভেন্দু অধিকারীও!

দুয়ারে রেশন প্রসঙ্গে দিলীপ ঘোষের সংযোজন, ''টাকা নিয়ে চাকরির লোভ দেখিয়ে কাটমানি তুলবেন। ভোটের স্বার্থে, দুয়ারে রেশন রাজ্য সরকারের, রেশন ব্যবস্থা লুটের রাজত্ব হয়েছে। পার্টির লোকেদের পুষতে গিয়ে কর্মচারীদের টাকা চলে যাচ্ছে। DA প্রসঙ্গ কেন্দ্রের সঙ্গে কথা বলে সেটেল করুক, গরীব মানুষ কেন কষ্ট পাবে?''

advertisement

আরও পড়ুন: ১৮০ টাকাতেই মিলছে পদ্মার ইলিশ! সস্তায় ইলিশ কিনতে ভিড়, কোথায় জানেন?

দিলীপ ঘোষ বলেন, ''আমাদের লোকেরা কিছু না করলেও ধরে জেলে ঢুকিয়ে দেবে, তৃণমুলের চোর ডাকাত হলেও জামিন পেয়ে যাবে,পার্টির লোক বলে। সোনা পাচারে তৃণমূল নেতার আত্মীয়র জামিন।''

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

খড়গপুরে প্রসাশনের ঢিলেমি প্রসঙ্গেও তিনি বলেন, ''কেন্দ্র সরকারের টাকাও লুঠ হয়ে যায়, রাজ্য সরকারও টাকা দেয় না বঞ্চিত সাধারণ মানুষ।'' রাজ্যকে পাঠানো কেন্দ্রের ৮০০ কোটি প্রসঙ্গেও রাজ্যকে আক্রমণ শানান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'পুলিশ খুঁজলে সব ধরা পড়বে', কীসের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ? তুঙ্গে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল