এদিনই দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের ন’বছরের উন্নয়ন খতিয়ান তুলে ধরা হয় মুর্শিদাবাদের সাটুই অঞ্চলে সভা করে বিজেপি। সভার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ দিলীপ বলেন, “আমরাও চাই কেন্দ্রীয় বাহিনী হোক। সাধারণ মানুষ সাহস পাবে। নাহলে পঞ্চায়েতে যেভাবে হিংসা হয় ঠিকমতো ভোট হতে পারবে না”। দিলীপ ঘোষ আরও বলেন, “রাজ্যের জনগণের রাজ্য পুলিশের উপর ভরসা নেই। তাই খুন খারাপই হলে সবাই সিবিআই চায়।”
advertisement
আরও পড়ুন: ফের ওড়িশায় ট্রেনে ভয়াবহ ঘটনা, মুহূর্তে দাউদাউ আগুন! এসি কামরায় কান্নার রোল
বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ। নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৯ জুন শুক্রবার থেকেই মনোনয়ন জমা শুরু হবে । ১৫ জুন অবধি মনোনয়ন জমা করা যাবে । মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ জুন পর্যন্ত।
আরও পড়ুন: মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেবেন? ঘনিষ্টমহলে বড় সিদ্ধান্ত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশন সূত্রে খবর , আগামী ১১ জুলাই গণনা হতে পারে ভোট গণনা। সাটুই জনসভাতে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিজেপির সভাপতি শাখারপ সরকার সহ জেলার বিজেপির নেতৃত্বরা ।
——-কৌশিক অধিকারী